হুগলি, 27 অগাস্ট : TMCP-ABVP সংঘর্ষে উত্তপ্ত চন্দননগর গভর্নমেন্ট কলেজ ৷ ছাত্র সংঘর্ষে আহত দুই পক্ষের ৬জন । তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিবাদ গড়ায় হাতাহাতিতে ৷ তৃণমূলের তরফে অভিযোগ করা হয় ছাত্রী হেনস্থার ৷ ABVP যদিও তা অস্বীকার করে জানায়, মারধর করা হয়েছে তাদের সমর্থককেই ৷
ABVP-এর সমর্থক এক ছাত্রকে গুরুতর আহত অবস্থায় চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। আহত ছাত্রের নাম তনয় সাঁতরা। ABVP-র অভিযোগ, কলেজের বেশ কিছু দাবি নিয়ে অধ্যক্ষের কাছে যাওয়ার সময় অতর্কিতে হামলা চালায় TMCP-র ছাত্ররা। তিন ABVP সমর্থককে বাঁশ,ইট দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ ৷ ABVP-র দাবি, কলেজের মধ্যে কোনও রাজনৈতিক পোস্টার,ব্যানার লাগানো যাবে না, এমন নির্দেশিকা জারি করেছিলেন অধ্যক্ষ। সেই নির্দেশিকাকে অমান্য করে TMCP-র ছাত্র ইউনিট কলেজের ভিতরে প্রতিষ্ঠা দিবসের পোস্টার লাগায়।এই ঘটনার প্রতিবাদ করাতেই ABVP সমর্থকদের উপর হামলা চলে বলে অভিযোগ ৷