পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Attempt to Rape: 66 বছরের বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা, তারকেশ্বরে অভিযুক্ত তৃণমূল কর্মীর ছেলে - তৃণমূল

হুগলির তারকেশ্বরে 66 বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত তৃণমূল কর্মীর ছেলে (TMC worker Son) ৷ অভিযুক্ত পলাতক ৷ বিজেপি অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছে ৷ তৃণমূলের দাবি, অভিযুক্তের সঙ্গে দলের কোনও যোগ নেই ৷

Rape
Rape

By

Published : Jan 25, 2023, 7:56 PM IST

তারকেশ্বরে 66 বছরের বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত তৃণমূল কর্মীর ছেলে

তারকেশ্বর (হুগলি), 25 জানুয়ারি: 66 বছরের বৃদ্ধাকে ধর্ষণের (Rape) চেষ্টার অভিযোগ উঠল হুগলির (Hooghly) তারকেশ্বরে ৷ অভিযুক্তের নাম বাবুলাল পোদ্দার ৷ তাঁর বিরুদ্ধে তারকেশ্বর (Tarkeshwar) থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ তবে অভিযুক্ত পলাতক ৷ এদিকে এই ঘটনায় রাজনৈতিক রং লেগেছে ৷ অভিযুক্তের মা এলাকায় তৃণমূল (Trinamool Congress) কর্মী হিসেবে পরিচিত ৷ ফলে আসরে নেমে পড়েছে বিজেপি (BJP) ৷ তৃণমূলের জমানায় নারী সুরক্ষার অভাব নিয়ে সরব হয়েছে গেরুয়া শিবির ৷ তবে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব এই ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবি করেছে ৷ কিন্তু তৃণমূলের সঙ্গে অভিযুক্তের যোগ অস্বীকার করেছে ৷

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে 22 জানুয়ারি ভোরে ৷ ঘটনাস্থল তারকেশ্বর পৌরসভার তিন নম্বর ওয়ার্ড ৷ অভিযুক্ত বাবুলাল ও আক্রান্ত বৃদ্ধা ওই ওয়ার্ডেই থাকেন ৷ অভিযোগ, ওই বৃদ্ধা সবজি বিক্রি করেন ৷ তাই ভোরেই বাড়ি থেকে বের হন ৷ ঘটনার দিন বাবুলাল তাঁকে জোর করে রাস্তার পাশের একটি মাঠে নিয়ে যায় ৷ মারধর করে ৷ ধর্ষণের চেষ্টাও করে ৷

স্থানীয়দের দাবি, এলাকার কয়েকজন ওই বৃদ্ধাকে উদ্ধার করেন ৷ চিকিৎসকের কাছে নিয়ে যান ৷ প্রথমে বিষয়টি চাপা থাকলেও পরে এই নিয়ে একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ তখনই এই নিয়ে হইচই পড়ে এলাকায় ৷ নির্যাতিতার মেয়ে তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগ, বাবুলালের মা শ্যামা পোদ্দার এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী ৷ তাছাড়া বাবুলাল তারকেশ্বর পৌরসভার সাফাই কর্মী ৷ তিনি পৌরপ্রধান উত্তম কুণ্ডুর ঘনিষ্ঠ ৷ সেই কারণে পুলিশি তদন্তে বাধার সৃষ্টি করা হচ্ছে ৷

এই নিয়ে উত্তম কুণ্ডুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় ৷ তাঁকে একাধিকবার ফোন করা হয় ৷ কিন্তু তিনি ফোন ধরেননি ৷ অন্যদিকে শ্যামা পোদ্দার এই ঘটনায় রাজনৈতিক কোনও যোগ টানতে নারাজ ৷ তাঁর কথায়, তাঁর ছেলে যদি দোষ করে থাকে, তাহলে অবশ্যই শাস্তি পাওয়া উচিত ৷ তবে তিনি প্রশ্ন তুলেছেন, ওই বৃদ্ধার মারধরের চিহ্ন নিয়ে ভিডিয়ো হল, অথচ তাঁর ছেলের ছবি কেন কেউ তুলল না ? তাঁর দাবি, ঘটনার পর ছেলে বাড়ি ছেড়ে চলে গিয়েছে ৷ কোথায় গিয়েছে তিনি জানেন না ৷ তাঁর সঙ্গে কোনও যোগাযোগ নেই ৷ তবে ছেলে যাওয়ার আগে জানিয়ে গিয়েছে যে তাঁকে (বাবুলাল) ফাঁসানো হচ্ছে ৷ তাই শ্যামা পোদ্দার তদন্তের মাধ্যমে প্রকৃত সত্যকে সামনে আনার দাবি জানিয়েছেন ৷

যদিও বিজেপি এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছে ৷ দলের তারকেশ্বর সাংগঠনিক জেলার নেতা গণেশ চক্রবর্তীর দাবি, তৃণমূলের শাসনে নারীরা বাংলায় সুরক্ষিত নন ৷ অভিযুক্তের ফাঁসি হওয়া উচিত ৷ পাশাপাশি তিনি তারকেশ্বরের পৌরপ্রধান উত্তম কুণ্ডুর পদত্যাগ দাবি করেছেন ৷ তাঁর দাবি, উত্তম কুণ্ডুর প্রশ্রয়েই দুষ্কৃতীরা বাড়ছে ওই এলাকায় ৷

তবে অভিযুক্তের সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলে দাবি করেছেন তারকেশ্বর বিধায়ক তথা তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দু সিং রায় ৷ তাঁর বক্তব্য, দোষী হলে অবশ্যই শাস্তি পাবে ৷ তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার কখনও অপরাধীদের আড়াল করে না ৷ আর এর সঙ্গে উত্তম কুণ্ডুর কোনও যোগের বিষয়টিও তিনি উড়িয়ে দিয়েছেন ৷ তাঁর কথায়, পৌরসভার সাফাই কর্মী হিসেবে বাবুলালের সঙ্গে উত্তমকে হয়তো কখনও দেখা গিয়েছে ৷ এর মানেই বাবুলাল উত্তম কুণ্ডুর ঘনিষ্ঠ নয় ৷ তৃণমূল কংগ্রেসের অভিযুক্তের কোনও যোগ নেই ৷

আরও পড়ুন:বিধায়কের পা টিপছেন পঞ্চায়েত সমিতির সদস্য, ছবি ভাইরাল

ABOUT THE AUTHOR

...view details