পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গোঘাটে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন, আটক 6 BJP কর্মী - TMC

তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে । হুগলির গোঘাট থানার নকুণ্ডা পঞ্চায়েত এলাকার ঘটনা ।

লালচাঁদ বাগ

By

Published : Jul 23, 2019, 11:15 AM IST

Updated : Jul 23, 2019, 2:26 PM IST

গোঘাট, 23 জুলাই : হুগলির গোঘাট থানার নকুণ্ডা পঞ্চায়েত এলাকায় এক তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন । অভিযোগ BJP-র বিরুদ্ধে ৷ মৃত তৃণমূল কর্মীর নাম লালচাঁদ বাগ( ৩০)
৷ এই ঘটনায় 6 BJP কর্মীকে আটক করেছে পুলিশ ৷

গতরাতে বাড়ি ফিরছিলেন লালচাঁদ ৷ অভিযোগ, সেইসময় স্থানীয় BJP কর্মীরা তাঁকে রাস্তা থেকে টেনে নিয়ে গিয়ে একটি গোয়ালঘরে ঢুকিয়ে মারধর করে ৷ এরপর তারা তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় রাস্তায় ফেলে পালিয়ে যায় ৷ কিছুক্ষণ পর তাঁকে রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয় এক তৃণমূল কর্মী । তিনিই তাঁর বাড়িতে খবর দেন । এরপর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁকে উদ্ধার করে আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ লালচাঁদ ও তার তিন ভাই ২১ জুলাই তৃণমূলের শহিদ সভায় গেছিলেন । অভিযোগ, সেকারণেই এভাবে খুন হতে হল তাঁকে ৷

ভিডিয়োয় শুনুন মৃতের স্ত্রী রিনা বাগের বক্তব্য

মৃতের স্ত্রী রিনা বাগ বলেন, "আমার স্বামী কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শহিদ সভায় যোগ দিতে গেছিল ৷ এরপর থেকেই ওকে হুমকি দিতে শুরু করে স্থানীয় BJP কর্মীরা ৷ গতরাতে ওরা আমার স্বামীকে তুলে নিয়ে গিয়ে খুন করেছে ৷ ওরা সবাই আগে CPI(M) করত এখন BJP করে ।"

গোঘাট ব্লক তৃণমূল সভাপতি নারায়ণ পাঁজা বলেন, "21 জুলাই কলকাতায় তৃণমূলের শহিদ দিবস থেকে ফেরার পরই লালচাঁদের বাড়িতে বোমা ছোড়া হয় ৷ তাকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় । গতরাতে এলাকার একটি দোকান থেকে ফেরার পথে তাকে বেধড়ক মারধর করে BJP আশ্রিত দুষ্কৃতীরা । যার জেরে তাঁর মৃত্যু হয় ৷ যারা এই ঘটনা ঘটিয়েছে তারা আগে CPI(M)-এর হার্মাদ ছিল ৷ এখন জামা বদলে BJP করছে ।"


BJP-র আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, "এই ঘটনার সাথে BJP-র কোনও সম্পর্ক নেই । তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা ঘটেছে । এর আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফলে অনেক খুন হয়েছে । BJP-র শক্তি বৃদ্ধির জন্য BJP-কে বদনাম করার চক্রান্ত করা হচ্ছে । যেখানে সাড়ে দশটায় মারধর করা হয়েছে সেখানে বারোটায় কেন হাসপাতালে নিয়ে আসা হল? নিরপেক্ষ তদন্ত হোক । মিথ্যে কেসে BJP-কে যেন না ফাঁসানো হয় । এই হত্যার ঘটনায় ভারতীয় জনতা পার্টির কোনও সম্পর্ক নেই ।"

Last Updated : Jul 23, 2019, 2:26 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details