বৈদ্যবাটি, 21 মার্চ : বৈদ্যবাটি পৌরসভায় শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্যেই তৃণমূল কর্মীদের বিক্ষোভ (TMC Workers Agitation On Oath) । বিক্ষোভকারীদের দাবি নবনির্বাচিত চেয়ারম্যান পিন্টু মাহাতকে মানা হবে না । তৃণমূল নেতা সুবীর ঘোষকেই চেয়ারম্যান চাই । সুবীর ঘোষের পক্ষে স্লোগান তোলা হয় । দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে হুমকি দেন বিক্ষোভকারীরা ৷
শপথ গ্রহণকে কেন্দ্র করে উত্তেজনা থাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয় । 144 ধারা জারি থাকা সত্ত্বেও বৈদ্যবাটি পৌরসভার সামনে কয়েকশ তৃণমূল কর্মী জমায়েত হন । পরিস্থিতি সামাল দিতে চন্দননগর পুলিশের বাহিনী আসে ৷