পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গুড়াপে তৃণমূল কর্মীদের গাড়িতে হামলা, অভিযুক্ত BJP - ২১ শে জুলাই

আজ সকালে বাঁকুড়া জেলা আইনজীবী সেলের সভাপতি রথীন দে সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী শহিদ দিবসে যোগ দেওয়ার জন্য গাড়ি চেপে যাচ্ছিলেন ৷ অভিযোগ, সেইসময় হুগলির গুড়াপে হিন্দুস্থান হোটেল সংলগ্ন এলাকায় তাঁদের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ে BJP কর্মীরা ৷ ভেঙে যায় গাড়ির কাচ ৷ তবে , ঘটনায় কেউ আহত হননি ৷

গুড়াপে তৃণমূল কর্মীদের গাড়িতে হামলা

By

Published : Jul 21, 2019, 12:22 PM IST

Updated : Jul 21, 2019, 1:22 PM IST

গুড়াপ, 21 জুলাই : শহিদ দিবসে যোগ দিতে যাওয়ার পথে তৃণমূল কর্মীদের গাড়িতে হামলার অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে ৷ হুগলির গুড়াপের হিন্দুস্থান হোটেল সংলগ্ন এলাকার ঘটনা ৷

আজ সকালে বাঁকুড়া জেলা আইনজীবী সেলের সভাপতি রথীন দে সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী শহিদ দিবসে যোগ দেওয়ার জন্য গাড়ি চেপে যাচ্ছিলেন ৷ অভিযোগ, সেইসময় গুড়াপে হিন্দুস্থান হোটেল সংলগ্ন এলাকায় তাঁদের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ে BJP কর্মীরা ৷ ভেঙে যায় গাড়ির কাচ ৷ তবে , ঘটনায় কেউ আহত হননি ৷

এই ঘটনার পর সিঙ্গুরে রতনপুরে পুলিশ ক্যাম্পে এবিষয়ে অভিযোগ জানান তাঁরা ৷ এবিষয়ে তৃণমূল নেতা তপন দাশগুপ্ত বলেন, "আমাদের কর্মীরা ধর্মতলায় যাচ্ছিল ৷ সেসময় BJP আশ্রিত দুষ্কৃতীরা তাদের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ে৷ "

এই অভিযোগ অস্বীকার করে BJP-র হুগলির সাংগঠনির জেলার সাধারণ সম্পাদক মধুসূদন দাস বলেন, "BJP-র কোনও কর্মী একাজের সঙ্গে যুক্ত নয় ৷ উত্তর ভারতীয় জনতা পার্টি হিংসা করে নয় লড়াই করে উৎখাত করতে চায় তৃণমূলকে ৷"

Last Updated : Jul 21, 2019, 1:22 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details