পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kalyan Banerjee : পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা প্রার্থী দিতে না-পারায় তৃণমূলের ক্ষতি হয়েছিল, মন্তব্য কল্যাণের - পঞ্চায়েত নির্বাচন

হুগলির ধনিয়াখালি বেলমুড়িতে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে নিচু থেকে উঁচু তলার নেতাদের সকলকেই পুরসভা নির্বাচন নিয়ে প্রার্থী বাছাই নিয়ে সাবধান করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷

Kalyan Banerjee
পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা প্রার্থী দিতে না-পারায় তৃণমূলের ক্ষতি হয়েছিল

By

Published : Sep 7, 2021, 2:01 PM IST

হুগলি, 7 সেপ্টেম্বর : নভেম্বর-ডিসেম্বরে সম্ভবত পুরসভার নির্বাচন । এ কথা মাথায় রেখে দলের কর্মীদের পেপটক দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ প্রার্থী নির্বাচনের আগে তাঁদের কাজের খতিয়ান দেখার পরামর্শ দিলেন তৃণমূল সাংসদ ৷ পাশাপাশি গত পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা প্রার্থী দিতে না-পারায় তাদের ক্ষতি হয়েছে বলেও মন্তব্য করেন হুগলির এই তৃণমূল নেতা ৷

2023 পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে এখন থেকে দলের কর্মীদের ভাল করে কাজ করার পরামর্শ দেন তৃণমূল সাংসদ ৷ সোমবার দলের এক সাংগঠনিক সভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি আজকে এখান থেকে বলে দিতে চাই, যারা পঞ্চায়েত নির্বাচনে লড়াই করতে চায়, তাদের লড়াই করতে দিতে হবে ৷ যারা জিতবে তারাই আগামিদিনে পঞ্চায়েতে আসবে । কারণ 2018 পঞ্চায়েত নির্বাচনে অনেক বিরোধী দল প্রার্থী দিতে পারেনি ৷ তার ফল আমাদের ভোগ করতে হয়েছে ৷ লোকসভা নির্বাচনে সেটা যেন রিপিট না-হয় । বাস্তবটা হল সেই মানুষগুলোই 2021 বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে । অতএব ভোট যেন সবাই দিতে পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে ৷'

একই সঙ্গে তিনি মনে করেন, পুরসভা থেকে পঞ্চায়েত ভোটে দাঁড়িয়ে লড়াই করে জিতে আসার মানসিকতা না-থাকলে, তারা যেন প্রার্থী হওয়ার স্বপ্ন দেখে না-দেখে ৷ তৃণমূল সাংসদ আরও বলেন, কে কোথায় যাবে, কী হবে সব কিছু কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করছে । আইপ্যাক একটা রিপোর্ট তৈরি করছে সেই রিপোর্টের ভিত্তিতে উপরে যারা আছে তারা যা সিদ্ধান্ত নিয়েছে, সেটাই হচ্ছে । আমি শুধু একটাই অনুরোধ জানাব, গ্রাউন্ড লেভেল থেকে রিপোর্ট তৈরি করে যারা উপরে দিচ্ছেন, তারা একটা জিনিস মাথায় রাখবেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের 40 বছরের ধরে লড়াইয়ের সঙ্গী, তাদের ভুলে যাবেন না ৷ ইতিহাসটা ভুলে যাবেন না । আপনাদের একটা কলমের খোঁচায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাধু থেকে চোর হয়ে যাবে, এটা হতে পারে না । এটা হতে পারে না, কারও সঙ্গে আপনার প্রেম থাকলে দিল্লি রোডের পাশে কোন দোকানে বসে খাওয়াদাওয়া করে একটা রিপোর্ট তৈরি করে পাঠিয়ে দিলেন ৷ আর সেই রিপোর্টের ভিত্তিতে বদল হল, এটা হতে পারে না ৷

পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা প্রার্থী দিতে না-পারায় তৃণমূলের ক্ষতি হয়েছিল, মন্তব্য কল্যাণের

আরও পড়ুন:হাওড়া ও হুগলিতে ডেল্টা ভ্যারিয়েন্ট মিলতেই বাড়তি তৎপরতা কলকাতা পৌরনিগমে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে স্বাগত জানানোর পাশাপাশি কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি-র শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামল ঘোষ ৷ তিনি বলেন, এটা ভাল কথা কল্যাণবাবু স্বীকার করেছেন, পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের নমিনেশন করতে দেওয়া হয়নি। তারা বুঝতে পারছে বিরোধীদের ভয় দেখিয়ে তারা জিতে এসেছে। যদি আগামী পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের জায়গা দেয় তাহলে তৃণমূলকে জিততে হবে ৷'

সম্প্রতি তৃণমূল নেতৃত্বের তরফে হুগলি জেলা সংগঠনে ব্যাপক রদবদল ঘটানো হয়েছে ৷ জেলাকে দু'টি সাংগঠনিক জেলায় ভাঙা হয়েছে । মনে করা হচ্ছে, দলের এই পরিবর্তন পিকের আইপ্যাকের রিপোর্টের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতে হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details