হুগলি, 7 এপ্রিল :দীর্ঘদিন ধরেই অসমাপ্ত বৈদ্যবাটির দিল্লি রোডের উপরে নির্মিয়মান রেল ব্রিজ তৈরির কাজ ৷ তাতেই সমস্যায় পড়েছেন এলাকার লোকজন ৷ দিল্লিরোড সম্প্রসারণের জেরে রাজ্য সরকার দিল্লি রোডের উপর ব্রিজের কাজ সম্পন্ন করলেও । রেল উপরে ব্রিজের কাজ এখনও সম্পূর্ণ হয়নি । তাতেই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ যাত্রী থেকে মালবাহী গাড়িগুলিকে । রেল দফতরকে একাধিকবার জানালেও কোনও সুরাহা হয়নি (TMC Protest At Baidyabati) ৷
TMC Protest At Baidyabati : নির্মীয়মান রেল ব্রিজ তৈরির কাজ শেষের দাবিতে বৈদ্যবাটিতে বিক্ষোভ - রেল উপরে ব্রীজের কাজ এখনও সম্পূর্ণ হয়নি
বৈদ্যবাটিতে দীর্ঘদিন ধরে দিল্লি রোডের উপরে নির্মিয়মান রেল ব্রিজের কাজ অসমাপ্ত । শেওড়াফুলি ও দিয়ারা স্টেশনের মাঝামাঝি রেলওয়ে সেতুর ভগ্নদশা । এই ব্রিজে ভারী যান চলাচল নিষিদ্ধ ৷ আবার রেল উপরে ব্রিজের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। তাই দ্রুত রেল ব্রিজ তৈরির কাজ শেষ করতে বৈদ্য়বাটিতে বিক্ষোভ দেখালেন স্থনীয় বাসিন্দারা (TMC Protest At Baidyabati ) ৷
দ্রুত এই সেতু তৈরির দাবিতে বৃহস্পতিবার শেওড়াফুলি কৃষক বাজারের সদস্য, স্থানীয় তৃণমূল সমর্থক ও এলাকাবাসীরা বিক্ষোভ দেখান ৷ বৈদ্যবাটির দীর্ঘাঙ্গী মোরের কাছে রয়েছে কৃষি বিপণন দপ্তরের আরএমসি এবং কৃষক বাজার । শেওড়াফুলি স্টেশন সংলগ্ন সবজির পাইকারি বাজার সেই কৃষক বাজারে সরিয়ে নিয়ে আসা হয়েছে । সিঙ্গুর-সহ হুগলির বিভিন্ন গ্রামীণ এলাকা থেকে এই বাজারে সবজি নিয়ে আসেন কৃষকরা। পাইকারি বাজারে যে সব গাড়ি আসে তা রেল ব্রিজ বন্ধ থাকায় অনেকটা ঘুর পথে আসতে হয় । তাই জন সাধারণের সুবিধার্থে দ্রুত এই ব্রিজ তৈরির দাবি জানিয়েছেন স্থানীয় বাজারের সদস্যরা ৷ তা না-হলে আগামিদিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা ৷
এই প্রসঙ্গেই বিজেপি নেতা স্বপন পালের অভিযোগ, বহুদিন আগেই ওই ব্রিজের ছাড়পত্র দিয়েছে রেল দফতর । কাজ করার কথা রাজ্য সরকারের ঠিকাদের দিয়ে ।