শ্রীরামপুর, 31 জুলাই: রাজ্যে কালো টাকার ধরপাকড় নিয়ে ইডিকে নরম-গরম সুরে বিঁধলেন শ্রীরামপুরের সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় । কখনও ইডি ভালো কাজ করলেও অনেক সময় প্রতিশোধমূলকভাবে কাজ করে বলে আক্রমণ করতে ছাড়েননি আইনজীবী । শীর্ষ আদালত ইডির ক্ষমতা প্রসঙ্গেও মন্তব্য করেছেন তিনি । বিজেপির ক্ষেত্রেও তদন্ত হওয়া উচিত বলে দাবি করেন শ্রীরামপুরের সাংসদ । শ্রীরামপুরে শারদীয়ার খুঁটি পুজোতে এসে সকলের জন্য প্রার্থনার পাশাপাশি ইডি ও বিজেপিকে বাক্যবানে বিঁধলেন তিনি ।
রবিবার আরএমএস ময়দানের খুঁটিপুজোতে এসে তিনি বলেন, "আমি ইডির ব্যাপারে কোনও মন্তব্য করব না । শনিবার যে কংগ্রেসের বিধায়কের কাছ থেকে কোটি কোটি টাকা পাওয়া গেল । ইডি তাদের জন্য কী করল ? কেন ইডির কাছে সেসব খবর থাকে না ? ইডি তাহলে কী করে ? আগে থেকে তাহলে খবর নেয় না কেন ? প্রতিশোধমূলক কাজ না করে ইডি যদি আইনত কাজ করে তাহলে বেআইনি কাজ বন্ধ হয়ে যাবে । কংগ্রেসের বিধায়কের থেকে তিন কোটি টাকার বিষয়ে এখনও পর্যন্ত কিছু করেনি । তাহলে ইডির ভূমিকাটা কী ? সুপ্রিম কোর্ট ইডির হাতে ক্ষমতা দিয়েছে, সেটা আদালতের বিষয় । এ বিষয়ে আমার বলার কিছু নেই।"