হুগলি, 13 জুন : গড়িয়া শ্মশানে মৃতদেহ ইশু নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলে রাজ্যপালের সমালোচনা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "রাজ্যপাল BJP-র দালাল । নির্বাচন সামনে আসছে । তাই এই ঘটনাটা নিয়ে রাজনীতি করছেন ।" আর এর জবাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পালটা আক্রামণ করেছেন BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় । তিনি বলেন, "রাজ্যপাল যা করছেন ঠিক করছেন ।"
লোহার আঁকশি দিয়ে মর্গ থেকে হিড়হিড় করে টেনে বের করা হচ্ছে একের পর এক পচাগলা মৃতদেহ । তারপর সেগুলি তোলা হচ্ছে কলকাতা পৌরনিগমের একটি গাড়িতে । ভাইরাল হওয়া গড়িয়া শ্মশানের এই ভিডিয়ো নিয়ে এখন তোলপাড় রাজনৈতিক মহল । বিষয়টি নিয়ে রাজ্য সরকারের দিকে আঙুল তুলে সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । গতকালই ঘটনাটি নিয়ে টুইট করে রাজ্যপাল লেখেন, "মৃতদেহগুলিকে যেভাবে বের করা হচ্ছিল তা বেদনাদায়ক । ঘটনাটি নির্মম, অবর্ণনীয় ও অসংবেদনশীল ।"