কলকাতা, 13 অগস্ট: পার্থ চট্টোপাধ্য়ায়ের পর অনুব্রত মণ্ডল ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি, গরুপাচার কাণ্ডে তৃণমূলের প্রথমসারির দুই নেতার গ্রেফতারির পর দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং 'সেকেন্ড ইন কম্যান্ড' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবিতে সরব বিরোধীরা ৷ কিন্তু অভিযুক্ত নেতাদের দায় ঘাড় থেকে ঝেড়ে ফেলে বিরোধীদের দাবিকে কুৎসা বলছে তৃণমূল নেতৃত্ব ৷ তা নিয়ে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ সভা করতে গিয়ে বদলার রাজনীতিতে নামলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (TMC MP Kalyan Banerjee and MLA Asit Majumdar made controversial remarks in Chunchura) ৷
মমতা-অভিষেকের নামে কুৎসা হলে ধোলাই হবে, পেটাই হবে ৷ চুঁচুড়ার সভা থেকে এদিন দলের কর্মী-সমর্থকদের এমনই নিদান দেন বিধায়ক অসিত মজুমদার ৷ তাঁর সুরে সুর মিলিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। শ্রীরামপুর সাংসদের দাবি, মুখ্যমন্ত্রী ক্ষমতা আসার আগে বদলা নয়, বদল চাই-এর স্লোগান ভুল দিয়েছিলেন। শনিবার চুঁচুড়ার ঘড়ির মোড়ে প্রতিবাদ সভা করে তৃণমূল। সেখান থেকেই বিজেপি, সিপিআইএম ও কংগ্রেসকে আক্রমণ করে তৃণমূল নেতৃত্ব ৷