হুগলি, 22 নভেম্বর: আবারও কোরোনা আক্রান্ত হলেন রাজ্য়ের এক বিধায়ক ৷ এবার সিঙ্গুরের বিধায়ক তথা মাস্টারমশাই নামে পরিচিত রবীন্দ্রনাথ ভট্টাচার্য ৷ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন ৷ তাঁর পরিবারকে বিষয়টি জানানো হয়েছে ৷ আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ৷
কোরোনা আক্রান্ত সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য
জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই জ্বর ও সর্দি কাশিতে ভুগছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য ৷ সেই পরিস্থিতিতে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয় ৷ তবে, তাতেও সুস্থ না হলে কোরোনার র্যাপিড টেস্ট করানো হয় তাঁর ৷ তবে, শুক্রবার সেই রিপোর্ট নেগেটিভ আসে ৷ তবে, তাঁর শরীর ঠিক হচ্ছিল না ৷
গত কয়েকদিন ধরেই জ্বর ও সর্দি কাশিতে ভুগছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য ৷ সেই পরিস্থিতিতে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয় ৷ তবে, তাতেও সুস্থ না হলে কোরোনার র্যাপিড টেস্ট করানো হয় তাঁর ৷ তবে, শুক্রবার সেই রিপোর্ট নেগেটিভ আসে ৷ তবে, তাঁর শরীর ঠিক হচ্ছিল না ৷ এরপর শুক্রবার রাতেই তাঁকে কলকাতায় নিয়ে আসা হয় ৷ কলকাতায় এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয় ৷ সেখানে তাঁর আবার কোরোনা পরীক্ষা করানো হয় ৷ আজ বিকেলে সেই রিপোর্ট এসেছে ৷ সেখানে তিনি কোরোনা পজ়িটিভ বলে উল্লেখ করা হয়েছে ৷ তবে, সিঙ্গুরের বিধায়কের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ৷
এর আগে রাজ্য়ের একাধিক নেতা ও মন্ত্রী কোরোনা আক্রান্ত হয়েছেন ৷ তাঁদের মধ্য়ে রয়েছেন বিধানসভার পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায় থেকে শুরু করে রাজ্য়ের দমকল মন্ত্রী সুজিত বসু ৷ বিরোধী BJP-র সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষও কোরোনা আক্রান্ত হয়েছিলেন ৷ BJP-র আরেক সাংসদ লকেট চট্টোপাধ্য়ায়ও কোরোনা আক্রান্ত হন ৷