বলাগড়, 27 মার্চ:প্রশাসনের নাকের ডগা দিয়ে গাছ পাচার হয়ে যাচ্ছে । অভিযোগ এনেছেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী (MLA Protest Cutting of Trees)। সবুজায়নকে ধ্বংস করার এমনিই অভিযোগ এনেছেন খোদ শাসকদলের বিধায়ক । আজ তিনি বলাগড়ের সবুজদ্বীপের পরিস্থিতি খতিয়ে দেখতে যান । সেখানে তাঁর অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে শেয়ার করেন । দাবি করেন, বলাগড়ের প্রভাবশালী কোনও লোক এই কারবারের সঙ্গে যুক্ত ।
বন দফতর,পর্যটন দফতর ও প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই দ্বীপকে বাঁচান, নাহলে দ্বীপটাকে শ্মশান বানিয়ে দেবে । ইতিমধ্যেই সবুজদ্বীপকে পর্যটনের আওতায় এনে সৌন্দর্য্যের ব্যবস্থা করা হচ্ছে । সরকারের কোটি কোটি টাকা খরচ হয়েছে । কিন্তু পর্যটনের নামে সবুজকে ধ্বংস করা হচ্ছে । এরই প্রতিবাদে নামেন বলাগড়ের বিধায়ক । মনোরঞ্জন ব্যাপারী সামাজিক মাধ্যমে বলেন, "বলাগড় সবুজদ্বীপে মমতা বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা ব্যয় করেছেন এই দ্বীপের উন্নয়নের জন্য । সবুজদ্বীপে পর্যটনের জন্য ইতিমধ্যেই নির্মাণকাজ চলছে । সেইসঙ্গে সবুজদ্বীপের সবুজ ধ্বংস হয়ে যাচ্ছে । দ্বীপের অনেকাংশে গাছ কেটে ফেলা হয়েছে । চারিদিক বৃক্ষের শ্মশানে পরিণত হয়েছে। বড়গাছ গুটিকয়েক একমাত্র দাঁড়িয়ে আছে। হাজার হাজার গাছ শুয়ে পড়ে আছে । কত গাছ পাচার হয়ে গিয়েছে তার কোনও হিসেব নেই । এত বড় একটা দ্বীপ রক্ষণাবেক্ষণ কীভাবে করব আমি বুঝতে পারছি না ।"