হুগলি, 12 সেপ্টেম্বর : বিধানসভা ভোটের আগে বিজেপির হেভিওয়েট নেতাদের আনাগোনা লেগে ছিল এ রাজ্যে ৷ নরেন্দ্র মোদি, অমিত শাহ, যোগী আদিত্যনাথ, স্মৃতি ইরানিরা মাটি কামড়ে পড়েছিলেন বাংলায় ৷ তাতে আখেরে লাভ কিছুই হয়নি ৷ ভবানীপুর বিধানসভা আসনে উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচারে এখনও পর্যন্ত কোনও তারকা মুখকে দেখা যায়নি ৷ একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলই কি এর কারণ ? বিষয়টি নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল বিধায়ক মদন মিত্র ৷ রবিবার হুগলির মাহেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পুজো দিতে গিয়েছিলেন মদন ৷ সেখানে সংবাদমাধ্যমের সামনে তাঁর নিজস্ব ভঙ্গিতে বললেন, "ভোটের আগে আকাশে হেলিকপ্টার বা প্লেন কিছুই দেখা যাচ্ছে না । অমিত শাহ ও নরেন্দ্র মোদী স্টার ক্যাম্পেনে নেই ৷ এবার বোধহয় বহিরাগতরা স্টার ক্যাম্পেন থেকে নাম সরিয়ে নিয়েছে ।"
কালো পাঞ্জাবি আর বেগুনি চশমা পরিহিত মদন দিলীপ ঘোষকেও আক্রমণ করতে ছাড়েননি ৷ আজ ভবানীপুরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "নন্দীগ্রামে মমতা হারলে ভবানীপুরে কেন নয় ।" শুনে মদন মিত্র বলেন, দিলীপ ঘোষ যদি এমনটা বলতে পারেন তাহলে এটাও বলতে পারে যে শহিদ মিনার থেকে লাফ দিয়ে আত্মহত্যা করাও সম্ভব । আজ মাহেশে পুজো দিতে এসে গানে ও ছড়ায় মাতেন মদন মিত্র । উপনির্বাচনে দলনেত্রীর জন্য গান বেঁধে ফেলেছেন তিনি ৷ পেশাদার গায়কের মতো তাঁর নতুন গান 'ওনলি ফর মমতা' রেকর্ডও করেছেন ৷ সেই গানে কয়েকটি কলি আওড়ান তিনি ৷