চুঁচুড়া , ১৮ ডিসেম্বর : দেশজুড়ে সিঙ্গল ইউজ় প্লাস্টিকের ব্যবহারের বিরুদ্ধে প্রচার চলছে । এর মধ্যে আজ চুঁচুড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদার 'দিদিকে বলো' কর্মসূচিতে প্লাস্টিকের ক্যারিব্যাগে গ্রামবাসীদের পিঁয়াজ বিলি করলেন । এনিয়ে অসিতবাবুকে কটাক্ষ করেছেন BJP নেতা ভাস্কর ভট্টাচার্য ।
প্লাস্টিকের ক্যারিব্যাগে পিঁয়াজ বিলি প্রসঙ্গে ভাস্করবাবু বলেন , "ভারতজুড়ে (সিঙ্গল ইউজ়) প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান চলছে । (প্লাস্টিকের) ক্যারিব্যাগ পরিবেশ দূষণ করে । একজন বিধায়ক হয়ে প্লাস্টিকের ক্যারিব্যাগে পিঁয়াজ বিলি করছেন অসিত মজুমদার । এটুকুও বোধ ওদের নেই । কারণ ওরা সর্বস্ব খুইয়ে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে । পেঁয়াজ বিলি করছেন সেটা অবশ্য ভালো কাজ । তিনি জনসাধারণকে এটাই বলছেন আড়তদাররাই পিঁয়াজের মূল্য বৃদ্ধির মূল কারণ । এই দালালরা আজ দিদির আশ্রয়ে আছে । দিদি কিছু বলছেন না - এটাই দিদিকে বলো । তাই তিনি পিঁয়াজ বিলি করলেন । সবচেয়ে বড় কথা, পিঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে ওরা গলা চড়াচ্ছেন ঠিকই কিন্তু এর আগে কেন্দ্র জানিয়েছিল 17 টাকা 65 পয়সা কেজি পিছু দামে পিঁয়াজ পাঠাবে ।"