তারকেশ্বর, 26 জুন : তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে । তারকেশ্বরের আস্তারা দত্তপুর গ্রাম পঞ্চায়েতের শালেপুর গ্রামের ঘটনা ।
তৃণমূলের নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ BJP-র বিরুদ্ধে - তৃণমূল-BJP সংঘর্ষ
একশো দিনের কাজ নিয়ে বচসা । তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ BJP-র বিরুদ্ধে ।
স্থানীয় তৃণমূল নেতা অমিয় ঘোষের অভিযোগ, গতরাতে তাঁর বাড়ির সামনে বোমাবাজি করে BJP আশ্রিত দুষ্কৃতীরা । তিনটি বোমা ছুড়লেও দু'টি বোমা ফাটে । তারকেশ্বর থানার পুলিশ ঘটনাস্থানে এসে একটি বোমা উদ্ধার করে নিয়ে যায় । এরপর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অমিয় ঘোষ ।
অমিয়বাবু বলেন, “ দীর্ঘদিন ধরে এলাকায় সুনামের সঙ্গে দল করছি । কিন্তু একশো দিনের কাজের দায়িত্ব নিয়ে হামলা চালিয়েছে BJP আশ্রিত দুষ্কৃতীরা । রাতেই পুলিশকে খবর দেওয়া হয় । একটি বোমা উদ্ধার করে নিয়ে যায় পুলিশ ।"
স্থানীয় BJP গণেশ চক্রবর্তী তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন । তিনি বলেন, “ সালেরপুরে জনসম্পৰ্ক অভিযান ছিল । সেই কারণে চক্রান্ত করে নিজেরাই এসব করছে । তা নাহলে নিজের গোষ্ঠী কোন্দলের ঘটনা আমাদের উপর চাপাতে চাইছে ।"