হুগলি, 11 মার্চ:তাঁর নাম টুম্পা মেটে। তিনি হুগলির জেলা পরিষদের তৃণমূল সদস্য ।2018 সালে টুম্পা চাকরি পেয়েছিলেন শ্রীরামপুরের নেতাজী বয়েজ স্কুলে ৷ 5 বছর ধরে করণিক হিসাবে চাকরি করেছেন । সম্প্রতি কলকাতা হাইকোর্ট 842 জন গ্রুপ সি-র প্রর্থীর চাকরি বাতিলের তালিকা প্রকাশ করেছে ৷ সেই তালিকায় নাম আছে টুম্পার। তবে তাঁর দাবি টাকা নয়, পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছিলেন (TMC Leader said she is not involved with any scam) ।
টুম্পা ডানকুনির বামুনারির বাসিন্দা ৷ তাঁর স্বামী মৃত্যুঞ্জয় মেটেও তৃণমূল নেতা ৷ বর্তমানে তিনি রিষড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য । টুম্পার স্বামীর মতে, এসএসসি পরীক্ষা দেওয়ার পরই চাকরি হয়েছে তাঁর স্ত্রীর । হাইকোর্টের চাকরি বাতিলের তালিকা প্রকাশ প্রসঙ্গেই টুম্পা মেটে বলেন, "2016 সালে পরীক্ষা দিয়েছি । পরে সংবাদ মাধ্যমে জানতে পেরে, অন্য একটি পরীক্ষা দিই ৷ তারপর বেশ কয়েকটি পরীক্ষা দিয়ে চাকরিতে যোগ দিই । মিডিয়ার মাধ্যমে জানতে পারি অনেক টাকার লেনদেন হয়েছে । আমি কোনও লেনদেনের সঙ্গে যুক্ত নই । পর্যায় ক্রমে পরীক্ষা দিয়ে চাকরিতে যোগদান করি । সিবিআই-ইডি যে খুশি আমায় জিজ্ঞাসা করুক । আমি টাকা পয়সার লেনদেনের সঙ্গে যুক্ত নই । এসএসসি জানে তারা কেন এতোদিন পর নম্বর দিল । একমাস হল 54 নম্বর পেয়েছি । ওএমআর সিটে অন্য নম্বর পেয়েছি ।" টুম্পার দাবি 3115 জন যারা চাকরি করছে তাদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা চলছে ৷ তবে টুম্পা আরও বলেন, "আমি যেহেতু মা মাটি সরকারের জন প্রতিনিধি তাই বিরোধীরা এটা নিয়ে হয়ত আমাকে আমার দলকে কালিমা লিপ্ত করবেই। কিন্তু মানুষের জন্য সততার সঙ্গে কাজ করেছি । সেই কারণেই দল পাশে থাকবে এটা মনে করি ।"