পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব, খুন করে কুকুর দিয়ে খাওয়ানোর হুমকি - murder threat

লাল্টু চ্যাটার্জি বলেন, মহারাজ নাগ এলাকার স্বঘোষিত তৃণমূল নেতা বলে পরিচয় দিয়ে অসামাজিক কাজকর্ম করে । এর আগেও তার বাড়িতে এসে গুলি চালিয়ে প্রাণে মারার হুমকি দিয়েছিল মহারাজ । তৃণমূল দলের সঙ্গে কোনও যোগযোগই নেই তার ।

লাল্টু চ্যাটার্জি

By

Published : May 14, 2019, 11:29 PM IST

Updated : May 14, 2019, 11:49 PM IST

তারকেশ্বর, 14 মে : গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এক তৃণমূল কংগ্রেস নেতাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল । হুগলির তারকেশ্বরের চাঁপাডাঙ্গার ঘটনা । অভিযোগ, তারকেশ্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি লাল্টু চ্যাটার্জিকে খুনের হুমকি দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি মহারাজ নাগ । এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

লাল্টু চ্যাটার্জি বলেন, "মহারাজ নাগ এলাকায় অসামাজিক কাজকর্ম করে । এর আগেও আমার বাড়িতে এসে গুলি চালিয়ে প্রাণে মারার হুমকি দিয়েছিল মহারাজ । তৃণমূলের সঙ্গে ওর কোনও যোগযোগ নেই । সে একজন দাগি ক্রিমিন্যাল । গতরাতে 1 টা নাগাদ ফোন করে আমাকে খুন করে কুকুর দিয়ে খাওয়ানোর হুমকি দেয় ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

মহারাজ নাগ সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, "সমস্ত অভিযোগ ভুল। যে কেউ থানায় কমপ্লেন করতেই পারেন । দলের সবাই জানে যে কে কোন স্তরে আছেন । আমাকেও গতকাল বাড়িতে এসে হুমকি দিয়েছে । আমি থানায় অভিযোগ করব ।"

সূত্রের খবর, লাল্টু চ্যাটার্জি তারকেশ্বর পৌরসভার ভাইস চেয়ারম্যান উত্তম কুণ্ডুর ঘনিষ্ঠ। অন্যদিকে মহারাজ নাগ এলাকার বিধায়ক তথা তৃণমূল নেতা রচপাল সিং-এর ঘনিষ্ঠ ।

Last Updated : May 14, 2019, 11:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details