গোঘাট, 21 মার্চ: দিদির সুরক্ষাকবচে (Didir Suraksha Kawach) গিয়ে ক্ষোভের মুখে পড়লেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমান । এমনকী বিক্ষুব্ধ এক মহিলার পায়ে ধরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি । হুগলি জেলার গোঘাটের মান্দারণ পঞ্চায়েতের তারাহাট এলাকায় বিক্ষোভের মুখে পড়তে হয় মেহেবুব রহমানকে । মঙ্গলবার ওই এলাকায় দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে যোগ দেন সভাধিপতি । দলের স্থানীয় নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের নিয়ে তারাহাট গ্রামে যেতেই ক্ষোভের মুখে পড়ে তারা । গ্রামের বেশ কয়েকজন মহিলা ক্ষোভ প্রকাশ করেন তাঁদের সামনে ।
মূলত তাদের অভিযোগ, ভোট এলেই গ্রামে নেতা ও জনপ্রতিনিধিরা খোঁজ নিতে আসেন । কিন্তু এলাকার উন্নয়ন ও আবাসের বাড়ি উপযুক্ত প্রাপকদের দেওয়া হয়নি । সেই অভিযোগ নিয়েই সভাধিপতি ও বাকি নেতৃত্বদের কাছে ক্ষোভ প্রকাশ করেন । সেই ঘটনা বেগতিক দেখে পরিস্থিতি সামাল দিতে এক বিক্ষুব্ধ মহিলার পায়েও ধরতে যান সভাধিপতি । পাশাপাশি তাদের অভিযোগগুলির দ্রুত সমাধান করার আশ্বাসও দেন তিনি । এই বিষয়ে ওই এলাকার এক গৃহবধূ সভাধিপতির উদ্দেশ্য করে বলেন, "ভোট এলেই খোঁজ খবর নেওয়া শুরু হয় । তারপর আর কাউকে দেখা যায়নি । কেউ কাউকে চিনবে না । গরীব লোকেদের অনেক কিছু অসুবিধা আছে । কাকে বলবে । প্রত্যেক বারে আসে বলি । কিন্তু কোনও সামাধান হয় না ৷ আমাদের কেবল ঘরগুলিই আছে । লোকের বাড়িতে কাজ করে খাই । একটু সাহায্য করলে ভালো হয় ।"