হুগলি, 4 মে:নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এলাকার তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ শুধু তাই নয়, পরিবারকে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে ৷ দোষীদের গ্রেফতারের দাবিতে হুগলির ত্রিবেণী কালীতলায় অবরোধ করলেন স্থানীয়রা । অভিযুক্তের ভাইকে পুলিশ আটক করতে গেলে, পুলিশের হাত থেকে তাঁকে ছিনিয়ে নিয়ে মারধর করেন উত্তেজিত জনতা ।
বুধবার রাতে মগড়ার পলাশপুর এলাকায় দশ বছরের এক বালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে নান্টু ধরের বিরুদ্ধে । তিন বছর ধরে নান্টুর মেয়ের কাছে পড়ে সেই বালিকা । অভিযোগ, শিক্ষিকার বিয়ের নিমন্ত্রণ থাকায় নাবালিকাকে পড়তে বলে বিয়ে বাড়ি চলে যান তিনি ৷ তাঁর বাবা নান্টুকে তিনি নাকি বলে যান, পড়া শেষ হলে যেন তিনি ওই শিশুকে বাড়ি পৌঁছে দেন ৷ অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে নান্টু লজেন্সের লোভ দেখিয়ে ঘরে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেন ওই বালিকাকে ।
বালিকা ভয়ে পরিবারের লোকজনকে কিছু বলতে পারেনি । পরদিন সে কান্নাকাটি শুরু করে । গোটা বিষয়টি ঠাকুমাকে জানায় ওই বালিকা । এই ঘটনা জানাজানি হওয়ায় অভিযুক্তের ভাই পিন্টু এসে পরিবারের লোকজনকে হুমকি দেন বলে অভিযোগ । এরপরই এলাকাবাসীরা দোষীর শাস্তির দাবিতে বিক্ষোভ ও অবরোধ করেন ।