পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Inner Conflict: অভিষেকের কর্মসূচির আগেই শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব হুগলিতে

হুগলিতে শাসকদল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ পাণ্ডুয়ার তৃণমূলের ব্লক সভাপতি সঞ্জয় ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন তৃণমূলের অঞ্চল সহ-সভাপতি ।

Etv Bharat
শাসকদলের গোষ্ঠীদ্বন্ধ

By

Published : Jun 5, 2023, 9:29 PM IST

প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীদ্বন্ধ

হুগলি, 5 জুন :সোমবার হুগলিতে শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ কর্মসূচির 'নবজোয়ার' যাত্রা ৷ এদিন অবশ্য তার আগে প্রকাশ্যে এসেছে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ পাণ্ডুয়ার তৃণমূলের ব্লক সভাপতি সঞ্জয় ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন তৃণমূলের অঞ্চল সহ-সভাপতি । এমনকী সামাজিক মাধ্যমেও সঞ্জয় ঘোষের বিরুদ্ধে তোলাবাজি, তৃণমূল নেতাদের হুমকি-সহ নানা অভিযোগ করেছেন পাণ্ডুয়ার তৃণমূল নেতা আব্দুল কুদ্দুস ।

স্থানীয় সরাইতিন্না অঞ্চলের সহ-সভাপতি আব্দুল কুদ্দুস ৷ সঞ্জয় ঘোষের নামে অভিযোগ করেই আব্দুল কুদ্দুস বলেন, "7 মে তৃণমূলের দলীয় কর্মসূচি রয়েছে পাণ্ডুয়ায় । সেখানে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ 50 হাজার এক লাখ লোক আমরা দিতে পারব না ৷ পান্ডুয়ার ষোলোটা পঞ্চায়েত থেকে ত্রিশ হাজার লোক দিতে পারব । কিন্তু সঞ্জয় দায়িত্ব নিলে তাতে সংশয় আছে ।" তৃণমূল নেতা আব্দুল কুদ্দুসের আরও জানান, সঞ্জয় ঘোষ বিজেপি-সিপিএম নিয়ে কিছু বলে না । উপরন্তু তৃণমূলের নেতা-কর্মীদের কী করে সায়েস্তা করা যায় সেই ফন্দি আঁটে সব সময় । অনেক নেতাকে মারধর করার হুমকি দেয় । দলকে অন্ধকারে রেখে তোলাবাজি করারও অভিযোগ করেন ।

এই অভিযোগ অবশ্য ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূলের নেতা সঞ্জয় ঘোষ । যাঁকে ঘিরে এই অভিযোগ সেই তৃণমূল নেতার বক্তব্য,"যদি কোনও অভিযোগ থাকে, তাহলে তিনি সোশ্যাল মিডিয়ায় বলছেন কেন । দলের মিটিংয়ে বলুন । কেউ বলতে পারবে না কোনও তোলাবাজি হয়েছে পাণ্ডুয়ায় ৷ এসব মিথ্যা অপবাদ । সিপিএম বিজেপি সঙ্গে লড়াই করে এই জায়গায় এসেছি । এসব কথা বলে কিছু হবে না ৷"

আরও পড়ুন: থানায় অভিযোগ করুন, নেতাদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগে পরামর্শ অভিষেকের

সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ কর্মসূচির 40 দিন ৷ এদিন হুগলিতে নবজোয়ার কর্মসূচির আয়োজন করা হয়েছে ৷ দুপুরে জাঙ্গিপাড়া এলাকা দিয়ে প্রবেশ করেন অভিষেক ৷ এরপর যান ফুরফুরা শরিফে ৷ বিকালে চণ্ডীতলা পুলিশ স্টেশন থেকে রোড শো করেন ৷

ABOUT THE AUTHOR

...view details