পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Election 2023: লাখ লাখ দিলেই পঞ্চায়তের টিকিট! দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূল নেতার

গ্রাম পঞ্চায়েতের টিকিটের দাম এক লক্ষ! আর পঞ্চায়েত সমিতির টিকিট 2 লাখ! শুনে অবাক হচ্ছেন তো? হ্যাঁ দলীয় নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরনায় বসলেন তৃণমূল নেতৃত্বেরই একাংশ। সেই নিয়ে উত্তাল বাঁকুড়ার মেজিয়া।

Panchayat Election
দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূল কর্মীদের

By

Published : Jun 12, 2023, 8:29 AM IST

Updated : Jun 12, 2023, 10:40 AM IST

পঞ্চায়েত নির্বাচনের টিকিট বন্টনে অনিয়মের অভিযোগ

বাঁকুড়া, 12 জুন:পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে ৷ ইতিমধ্যে মনোনয়নের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। আর এই পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন জেলা তৃণমূলের সহ-সভাপতি ৷ অভিযোগ, দলের ব্লক সভাপতি টাকার বিনিময়ে টিকিট বিক্রি করছেন ৷ গ্রাম পঞ্চায়েতের টিকিটের জন্য দর উঠেছে 1 লক্ষ টাকা। আর পঞ্চায়েত সমিতির টিকিটের জন্য দাম 2 লক্ষ। এমনই অভিযোগ তুলে স্থানীয় নেতৃত্বের একাংশকে সঙ্গে নিয়ে রীতিমতো ধরনায় বসলেন তৃণমূলের বাঁকুড়া জেলার সহ-সভাপতি। রবিবার সন্ধ্যার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার মেজিয়া এলাকায়। ঘটনায় চরম অস্বস্তিতে শাসকদল।

বাঁকুড়ার মেজিয়াতে তৃণমূলের কলহ নতুন নয়। এর আগে বাঁকুড়া জেলায় নবজোয়ার যাত্রায় এসে দ্বন্দ্ব ভুলে দলের সকলকে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরও দলের টিকিট বন্টন নিয়ে বাঁকুড়ার মেজিয়ায় আরও একবার প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পরিস্থিতি এমন হল যে দলের ব্লক নেতৃত্বের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা নিয়ে দলীয় টিকিট বিক্রির অভিযোগ তুলে প্রকাশ্যেই ধরনা মঞ্চ করে অবস্থান শুরু করলেন তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সহসভাপতি মলয় মুখোপাধ্যায়।

রবিবার সন্ধ্যায় মেজিয়া হাইস্কুল মোড়ে দলের স্থানীয় ও অঞ্চল স্তরের নেতৃত্বকে সঙ্গে নিয়ে তিনি এই ধরনা অবস্থান শুরু করেন। তবে ধরনা অবস্থান শুরু করার কিছুক্ষণ পরেই তা প্রত্যাহার করে নেন তৃণমূলের বিক্ষুব্ধ ওই অংশ। ধরনা মঞ্চ থেকেই তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায় অভিযোগ করেন, মেজিয়া ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের প্রতিটিতে আট থেকে দশটি আসনের টিকিট এক লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে। পঞ্চায়েত সমিতির টিকিট বিক্রি হয়েছে দু'লক্ষ টাকা করে।

আরও পড়ুন:পঞ্চায়েত ভোটের আগে বীরভূমে হাতের দখলে তৃণমূল কার্যালয়

টাকার বিনিময়ে অযোগ্য লোকদের টিকিট দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূলের জেলার সহসভাপতি। বিষয়টি নিয়ে তৃণমূলের ব্লক সভাপতি জন্মেঞ্জয় বাউরির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই অভিযোগকে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাঁর পালটা দাবি, কিছু দুষ্কৃতী করে খাওয়া লোক এই বিক্ষোভে সামিল হয়েছিলেন। এই ঘটনা দলের গোষ্ঠীদ্বন্দ্ব নয় ৷ তিনি বলেন, "দলের এখনও প্রার্থী তালিকা ঘোষণাই হয়নি। এই অবস্থায় বিক্ষোভকারীরা কীভাবে বুঝলেন কে প্রার্থী হচ্ছে? তাঁর হুশিয়ারি দল বিরোধী কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওযা হবে।"

Last Updated : Jun 12, 2023, 10:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details