বাঁকুড়া, 12 জুন:পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে ৷ ইতিমধ্যে মনোনয়নের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। আর এই পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন জেলা তৃণমূলের সহ-সভাপতি ৷ অভিযোগ, দলের ব্লক সভাপতি টাকার বিনিময়ে টিকিট বিক্রি করছেন ৷ গ্রাম পঞ্চায়েতের টিকিটের জন্য দর উঠেছে 1 লক্ষ টাকা। আর পঞ্চায়েত সমিতির টিকিটের জন্য দাম 2 লক্ষ। এমনই অভিযোগ তুলে স্থানীয় নেতৃত্বের একাংশকে সঙ্গে নিয়ে রীতিমতো ধরনায় বসলেন তৃণমূলের বাঁকুড়া জেলার সহ-সভাপতি। রবিবার সন্ধ্যার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার মেজিয়া এলাকায়। ঘটনায় চরম অস্বস্তিতে শাসকদল।
বাঁকুড়ার মেজিয়াতে তৃণমূলের কলহ নতুন নয়। এর আগে বাঁকুড়া জেলায় নবজোয়ার যাত্রায় এসে দ্বন্দ্ব ভুলে দলের সকলকে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরও দলের টিকিট বন্টন নিয়ে বাঁকুড়ার মেজিয়ায় আরও একবার প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পরিস্থিতি এমন হল যে দলের ব্লক নেতৃত্বের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা নিয়ে দলীয় টিকিট বিক্রির অভিযোগ তুলে প্রকাশ্যেই ধরনা মঞ্চ করে অবস্থান শুরু করলেন তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সহসভাপতি মলয় মুখোপাধ্যায়।