বিঘাটি (হুগলি), 16 জুলাই:21 জুলাইয়ের আগে প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব (TMC Factionalism) ৷ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে প্রধানের বিরুদ্ধে অনাস্থা দলেরই অপর গোষ্ঠীর ! পাশে দাঁড়িয়েছেন একমাত্র বিরোধী সদস্যও ৷ ঘটনা ঘিরে উত্তাপ বাড়ছে হুগলির (Hooghly) সিঙ্গুরের বিঘাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় (Bighati Gram Panchayat) ৷
তৃণমূল পরিচালিত বিঘাটি গ্রাম পঞ্চায়েতের মোট সংদস্যসংখ্যা 11 ৷ এঁদের মধ্যে বিরোধী বলতে রয়েছেন সিপিএম-এর একজন মাত্র সদস্য ৷ বাকি 10 জনই তৃণমূলের ৷ সূত্রের খবর, এই 10 জনের মধ্যে ছ'জনই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন ৷ গত 13 জুলাই বিঘাটি গ্রাম পঞ্চায়েতের এই বিক্ষুব্ধ সদস্যরা সিঙ্গুর ব্লক প্রশাসন এবং হুগলি জেলা প্রশাসনের কাছে অনাস্থা প্রস্তাব জমা দেন ৷ তাতে সংশ্লিষ্ট সাত পঞ্চায়েত সদস্যের স্বাক্ষর রয়েছে ৷ তাঁরা সকলেই এলাকার অনুন্নয়ন-সহ বিভিন্ন বিষয়ের জন্য পঞ্চায়েত প্রধান দীপক পাকিরাকে কাঠগড়ায় তুলেছেন ৷