কোন্নগর, 25 জুলাই : নিগৃহীত হওয়ার পর 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে সরব হলেন হিরালাল কলেজের অধ্যাপক সুব্রত চট্টোপাধ্যায়৷ আজ কলেজে গিয়ে অধ্যক্ষ শ্রীকান্ত সামন্ত ও সুব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করে ক্ষমা চান তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদব । সেই সময়, সুব্রতবাবু তাঁকে বলেন, "আপনার একজন কাউন্সিলর কলেজে ঢুকে যথেচ্ছ অসভ্যতা করেছে ৷" সঙ্গে ভয়ে ভয়ে বলেন, "আপনারা নিশ্চয় জানেন যে কে সে ৷ নাম বললে আর কলেজে ঢুকতে পারব না ৷" এরপরই 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তন্ময় দেবকে শোকজ় করে জেলা তৃণমূল নেতৃত্ব৷ এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সন্দীপ পাল ও বিজয় সরকার নামে দু'জন ছাত্রকেও ৷
দিলীপবাবুর সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক প্রবীর ঘোষালও ৷ সুব্রতবাবুর কথা শুনে তিনি বলেন, "ভয় পাবেন না ৷ স্বয়ং মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে কথা বলেছেন ৷" এরপরই দিলীপ যাদব বলেন, "কে কত বড় তাকে দেখে নেওয়ার, বুঝে নেওয়ার দায়িত্ব আমার ৷ কী নাম ?" সাহস জুটিয়ে অধ্যাপক বলেন, "তন্ময় দেব ৷ যখনই কলেজে গন্ডগোল হয়, সে আসে ৷ গতকালও ছেলে-মেয়েদের উত্তেজিত করেছিল সে ৷ না হলে ছেলে-মেয়েরা মারধর করত না ৷ নিচে নামার সময় দেখছিলাম ওই উত্তেজিত করছিল এবং আমাকে টার্গেট করছিল ৷ বলছিল কয়েকজন অধ্যাপক আছে যারা ছাত্রদের মধ্যে বিভেদ তৈরি করছে ৷ আপনি দেখেছেন স্যার, মেয়েরা আমাকে বাঁচাচ্ছে ৷ যদি মেয়েরা আমার বিরোধী হয়, তাহলে আমাকে বাঁচাবে কেন ? "