পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাচ্চাদের সান্তা সাজিয়ে বড়দিনে পিঁয়াজ বিলি তৃণমূল কাউন্সিলরের - Gift

শ্রীরামপুর গির্জার সামনে ছোটো ছোটো বাচ্চারা সান্তা সেজে পিঁয়াজ বিলি করছে ৷ সঙ্গে রয়েছে কেকও ৷ এই পিঁয়াজ বিলির উদ্যোক্তা শ্রীরামপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্তোষকুমার সিং ৷ এখনও কমেনি পিঁয়াজের দাম ৷ আর এই কারণেই এমন অভিনব প্রতিবাদের সিদ্ধান্ত তাঁর ৷

পিঁয়াজ বিলি
পিঁয়াজ বিলি

By

Published : Dec 25, 2019, 2:11 PM IST

Updated : Dec 25, 2019, 11:59 PM IST

শ্রীরামপুর, 25 ডিসেম্বর : বড়দিন মানেই গির্জায় মানুষের ভিড় ৷ জিশু খ্রিশ্টের জন্মদিনে প্রার্থনা সকলের ৷ মুখে কেক, মাথায় টুপি পরে বড়দিন পালন ৷ তবে, শ্রীরামপুর গির্জার সামনের ছবিটা একটু অন্যরকম ৷ গির্জার সামনে দেখা গেল, ছোটো ছোটো বাচ্চারা সান্তা সেজে পিঁয়াজ বিলি করছে ! যদিও কেকও রয়েছে ৷

খোঁজ নিয়ে জানা গেল, এই পিঁয়াজ বিলির উদ্যোক্তা শ্রীরামপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্তোষকুমার সিং ৷ দেশে শাক-সবজি, পিঁয়াজের দাম আকাশছোঁয়া ৷ পরিস্থিতি ঠিক করতে বন্ধ করা হয়েছে পিঁয়াজের রপ্তানিও ৷ কিন্তু, এখনও কমেনি পিঁয়াজের দাম ৷ আর এই কারণেই এমন অভিনব প্রতিবাদের সিদ্ধান্ত তাঁর ৷

পিঁয়াজ বিলি তৃণমূল কাউন্সিলরের

সন্তোষ সিং বলেন, পিঁয়াজের দাম যাতে কমে ৷ কেন্দ্রকে সান্তা ক্লজ়ের তরফে এই বার্তা দেওয়ার জন্য পিঁয়াজ বিলি করা হচ্ছে ৷ পিঁয়াজ পেয়ে মুখে হাসি সাধারণ মানুষের ৷ পরিবারের সঙ্গে গির্জায় ঘুরতে আসা ওয়াসিম আহমেদও জানালেন তা-ই ৷ গির্জায় এসে ছেলে লজেন্স পেয়েছে ৷ আর তিনি পেয়েছেন পিঁয়াজ ৷ মুখের হাসি দেখেই বোঝা যায় তিনি বেশ খুশি ৷

Last Updated : Dec 25, 2019, 11:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details