পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গোঘাটে তৃণমূল পার্টি অফিসে আগুন, BJP-র বিরুদ্ধে অভিযোগ - bjp accused of setting fire

অভিযোগ, শনিবার ভোরে একদল দুষ্কৃতী মথুরায় তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় ৷ স্থানীয় বাসিন্দারা পুলিশ এবং দমকলে খবর দেন । দমকলের একটি ইঞ্জিন প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । আগুনে কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে গিয়েছে । ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ পরে গোঘাট থানার পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

image
তৃণমূলের পার্টি অফিসে আগুন

By

Published : Nov 30, 2019, 2:04 PM IST

গোঘাট, 30 নভেম্বর : তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ উঠল BJP আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে গোঘাটের মথুরা গ্রামে । যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP নেতৃত্ব ।

অভিযোগ, শনিবার ভোরে একদল দুষ্কৃতী মথুরায় তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় ৷ স্থানীয় বাসিন্দারা পুলিশ এবং দমকলে খবর দেন । দমকলের একটি ইঞ্জিন প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । আগুনে কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে গিয়েছে । ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ পরে গোঘাট থানার পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

স্থানীয় তৃণমূল নেতা নারায়ণ পাঁজা বলেন, ‘‘লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকে এই এলাকায় তৃণমূল কর্মীদের ভয় দেখিয়ে দমিয়ে রেখেছিল CPI(M) ও BJP ৷ উপনির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল কর্মীরা ফের সংগঠিত হচ্ছিল । BJP সেটা সহ্য করতে না পেরে দলীয় কার্যালয়ে আগুন লাগায় ।’’

নারায়ণ পাঁজা ও বিমান ঘোষের বক্তব্য

যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP-র আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ ৷ তিনি বলেন, "গত রাতে তৃণমূলের লোকজন ওই পার্টি অফিসে পিকনিক করে ৷ তারা কার্যালয়ের সামনে বাজি পোড়ায় । বাজি থেকেই পার্টি অফিসে আগুন লেগেছে । নিজেদের দোষ ঢাকতে ওরা BJP-র বদনাম করছে ।’’

ABOUT THE AUTHOR

...view details