পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP-তৃণমূল সংঘর্ষে ডানকুনিতে উত্তেজনা - Political conflicts

ডানকুনিতে BJP-র সঙ্গে তৃণমূলের সংঘর্ষের জেরে উত্তেজনা ৷ উত্তেজিত সমর্থকের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ ৷ ঘটনায় এখনও পর্যন্ত দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷

DANKUNI
সংঘর্ষের

By

Published : Jan 27, 2020, 9:28 AM IST

Updated : Jan 27, 2020, 12:01 PM IST

ডানকুনি, 27 জানুয়ারি : BJP ও তৃণমূল সংঘর্ষের জেরে চরম উত্তেজনা ডানকুনিতে ৷ ডানকুনিতে BJP-র পার্টি অফিস ভেঙে দেওযার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ তৃণমূল ও BJP সংঘর্ষ থামাতে ঘটনাস্থানে এসে পৌঁছায় চন্দননগর কমিশনারেটের RAF ৷ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয় বলে অভিযোগ ৷ এই ঘটনায় কনস্টেবল বুদ্ধদেব পর্বত সহ বেশ কয়েকজন আহত হন৷

পরিস্থিতি সামলাতে ছোড়া হয় কাঁদানে গ্যাস ৷ উত্তেজিত সমর্থকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ ৷ ডানকুনির হিমানগর এলাকায় ছড়ায় আতঙ্ক ৷ তৃণমূলের পক্ষ থেকে বলা হয়, এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই ৷

পুলিশের তরফে বলা হয়, এখনও পর্যন্ত দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷

Last Updated : Jan 27, 2020, 12:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details