আরামবাগ, 17 মে :একদিকে নারদকাণ্ডে চার হেভিওয়েটকে গ্রেফতারের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য ৷ অন্যদিকে, ঠিক তখনই তৃণমূল-বিজেপি সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল হুগলির আরামবাগের মলয়পুর এলাকা ৷ তৃণমূল-বিজেপি একে অপরের বিরুদ্ধে এলাকায় বোমাবাজি ও ভাঙচুরের অভিযোগ করেছে ৷ ঘটনাস্থলে আরামবাগ থানার বিশাল পুলিশ গিয়ে ছ’জনকে আটক করে নিয়ে আসে ৷ ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন বলে জানা গিয়েছে ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বোমা ৷
স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকেই তৃণমূলের কর্মী ও সমর্থকরা এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করছেন ৷ বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে ৷ খুনের হুমকি দেওয়া হচ্ছে ৷ উঠেছে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগও ৷ সোমবারও এলাকায় ব্যাপক বোমাবাজি করেন তৃণমূলের কর্মীরা ৷ বিজেপি কর্মীদের মারধর করা হয় ৷ বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়।