তারকেশ্বর, 11 জুন : BJP-তে যোগদানের পরই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ছাত্রনেতার বাড়িতে মঙ্গলবার রাতে ভাঙচুর করে বাইকে আগুন দিল দুষ্কৃতীরা । এর জেরে এলাকায় তৃণমূল ও BJP কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় ৷ এই ঘটনায় জখম হয়েছেন 2 তৃণমূলকর্মী । তাঁরা তারকেশ্বর হাসপাতালে ভরতি । তারকেশ্বর ব্লকের চাঁপাডাঙার ঘটনা ।
তারকেশ্বর ব্লকের প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেতা মহারাজ নাগ যোগ দিয়েছেন BJP-তে । তারকেশ্বরের চাঁপাডাঙা ও তালপুর পঞ্চায়েতের মোট 16 জন সদস্যকে নিয়ে মহারাজ BJP - র রাজ্য দপ্তরে গিয়ে মুকুল রায়ের উপস্থিতিতে মঙ্গলবার যোগদান করেন । এর জেরে ওই দুটি পঞ্চায়েত কার্যত BJP- র দখলে চলে গিয়েছে ৷ তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে চাঁপাডাঙা । মহারাজের বাড়িতে ভাঙচুর করা হয় ও আগুন লাগিয়ে দেওয়া হয় তাঁর বাইকে ।
যদিও তৃণমূলের অভিযোগ, ওই এলাকার BJP নেতা রমেশ ঘোড়ুইয়ের নেতৃত্বে চাঁপাডাঙা বাঁধের কাছে তৃণমূলের সঙ্গে BJP-র কর্মী সমর্থকদের সংঘর্ষ বাধে । তাতে জখম হন 2 তৃণমূলকর্মী । তৃণমূলের আরও অভিযোগ, মহারাজ BJP-তে যোগ দেওয়ার তৃণমূল করা যাবে না স্লোগান দিয়ে তাণ্ডব চালাচ্ছে চাঁপাডাঙায় । ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছে তৃণমূলের পার্টি অফিস । উলটো দিকে BJP - র তরফে দাবি, তৃণমূলের দুষ্কৃতীরা মহারাজ নাগের বাড়িতে ভাঙচুর করেছে । তাঁর বাইকেও আগুন ধরিয়ে দিয়েছে ।