পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যুবকের সঙ্গে শোয়ে গিয়ে নিখোঁজ চুঁচুড়ার টিকটক স্টার, থানায় স্বামী - চুঁচুড়া থানা

31 ডিসেম্বর দিল্লি যাবে বলে বাড়ি থেকে বের হন চুঁচুড়ার টিকটক স্টার প্রতিমা মণ্ডল ৷ তারপর থেকেই আর খোঁজ পাওয়া যাচ্ছে না ওই যুবতির৷

Tiktok
নিখোঁজ টিকটক স্টার

By

Published : Jan 13, 2020, 11:59 PM IST

Updated : Jan 14, 2020, 12:46 PM IST

চুঁচুড়া, 13 জানুয়ারি : টিকটকে ভিডিয়ো করে বেশ খ্যাতি হয়েছিল ৷ মাত্র 9 মাসে চুঁচুড়ার বাসিন্দা প্রতিমার ফলোয়ার্স দাঁড়ায় 4 লাখ 28 হাজার । মাঝে মাঝেই দিল্লি, পাটনা থেকে ডাক আসত তার ৷ 31 ডিসেম্বরও দিল্লি যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল প্রতিমা৷ কিন্তু তারপর থেকেই তাঁর মোবাইল বন্ধ ৷ কী হল যুবতির? জানতে তদন্তে নেমেছে চুঁচুড়া থানার পুলিশ৷

চুঁচুড়া ভগবতী ডাঙায় বাড়ি প্রতিমার ৷ বাড়িতে রয়েছে স্বামী ও এক কন্যা সন্তান ৷ স্বামী প্রসেনজিৎ মণ্ডলের সামান্য লটারির ব্যবসা ৷ 31 ডিসেম্বর দিল্লি যাবে বলে বাড়ি থেকে বের হয় প্রতিমা । তারপর থেকেই তার মোবাইল বন্ধ । কোনও যোগাযোগ করতে পারছে না পরিজনরা । মাঝে শুধু একবার স্বামীকে ফোন করে জানিয়েছিল দিল্লিতে আছে সে । তারপর থেকে স্ত্রীকে ফিরে পেতে চুঁচুড়া থানার দ্বারস্থ হয় প্রসেনজিৎ। নিখোঁজ ডায়েরিও দায়ের করা হয় থানায় ৷

প্রসেনজিৎ জানিয়েছেন, টিকটকে ভিডিয়ো করত তাঁর স্ত্রী । তাতে সে জনপ্রিয়তা অর্জন করে ৷ প্রসেনজিতের কথায়, "আমি প্রথম দিকে তাকে সমর্থনই করতাম । দু'টো দামি মোবাইলও কিনে দিয়েছি । এবার এক অপরিচিত যুবকের সঙ্গে যায় প্রতিমা । সেই দিনের পর থেকে যুবকেরও মোবাইল ফোন বন্ধ । আমি থানায় অভিযোগ জানিয়েছে । কোন ভাবেই সাহায্য পাচ্ছি না কারও ।"

Last Updated : Jan 14, 2020, 12:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details