হুগলি, 18 অগস্ট: স্কুল বিল্ডিংয়ের একাংশ ভেঙে জখম হল 3 পড়ুয়া (Three students injured as Part of school building collapsed in Hooghly) । বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে খানাকুলের কিশোরপুরের ময়াল কেসি রায় ইনস্টিটিউশনে । ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । জখম ছাত্রদের স্কুলে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি পাঠিয়ে দেওয়া হয় । বিদ্যালয়ের সূত্রে জানা গিয়েছে, জখম ছাত্রদের নাম সুরজিৎ মাইতি, শুভ মাঝি ও শ্রীবাস মাঝি । তাদের বাড়ি ময়াল এলাকাতে ।
স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে স্কুলের মিড ডে মিল খাওয়ার জন্য পরিত্যক্ত বিল্ডিংয়ের পাশে দাঁড়িয়েছিল ছাত্রছাত্রীরা । সেই সময় পরিতক্ত বিল্ডিং-এর একাংশ ভেঙে পড়ে । সেখানে দাঁড়িয়ে থাকা সুরজিৎ, শুভ ও শ্রীবাসের ওপর ভগ্ন চাঁই পড়ে তারা মারাত্মক জখম হয় । বিষয়টি নজরে আসতে স্কুল কর্তৃপক্ষের ৷ স্থানীয় এক চিকিৎসককে ডেকে তাদের প্রাথমিক চিকিৎসা করানোর ব্যবস্থা করে তারা । তবে প্রত্যেকের চোট গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পরই তাদের ছেড়ে দেওয়া হয় ৷