তারকেশ্বর, 21 ফেব্রুয়ারি : শিবরাত্রি উপলক্ষে তারকেশ্বরে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন ৷ মৃতরা প্রত্যেকেই কলকাতার বাসিন্দা ৷ গুরুতর আহত অবস্থায় একজনকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়েছে ৷
তারকেশ্বর যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত কলকাতার 3 বাসিন্দা - Maha shiv ratri
স্কুটি নিয়ে কলকাতা থেকে তারকেশ্বর গিয়েছিলেন দু’জন ৷ তারকেশ্বরের আগে বালিগড়ির বাগবাড়ি এলাকা থেকে আরও দু’জনকে স্কুটিতে তোলেন তাঁরা ৷ একটু এগিয়ে উল্টোদিক থেকে আসা লরির সঙ্গে সংঘর্ষ হয় ৷ চাকায় পিষ্ট হয়ে তিনজন মারা যান ৷ গুরুতর আহত অবস্থায় একজন কলকাতায় চিকিৎসাধীন ৷
শিবরাত্রি উপলক্ষে কলকাতা থেকে তারকেশ্বর গিয়েছিলেন আকাশ দাস, রাজেশ দাস ৷ স্কুটি নিয়ে কলকাতা থেকে তাঁরা যান ৷ তারকেশ্বরে যাওয়ার পথে বালিগড়ির বাগবাড়ি এলাকায় কয়েকজন পূণ্যার্থী হেঁটে মন্দিরের দিকে যাচ্ছিলেন ৷ সেখানেই আকাশ ও রাজেশের সঙ্গে তাদের দেখা হয় ৷ ওই পূণ্যার্থীদের মধ্যে রাজা দাস ও আর এক ব্যক্তি স্কুটিতে ওঠে ৷ বাগবাড়ি এলাকা থেকে কিছুটা এগোতেই উল্টোদিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় স্কুটিটির ৷ লরির চাকায় পিষে যায় আকাশ দাস, রাজেশ দাস ও রাজ দাস ৷ ছোট্টু দাস নামে আর এক ব্যক্তি গুরুতর আহত হন ৷ তাঁকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় ৷ অবস্থার অবনতি হলে ছোট্টুকে কলকাতায় স্থানান্তরিত করা হয় ৷
দুর্ঘটনার পর ক্রেনের সাহায্যে লরি সরিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ ৷ পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কিছুক্ষণ রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা ৷ রাস্তা ছোট হওয়ায় দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের ৷