হুগলি, 16 জুন: হঠাৎই শুরু বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ৷ আর তাতেই বাজ পড়ে মৃত্যু হল তিনজনের ৷ আহত আরও তিন । শুক্রবার বিকেল থেকে তারকেশ্বরের ধনিয়াখালি ও দাদপুর এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয় । মুহুর্মুহু বজ্রপাতে তারকেশ্বরে মৃত্যু হয় 2 জনের, আহত 3 । মৃত ব্যক্তিরা হলেন ভঞ্জিপুর পঞ্চায়েতের বাসিন্দা সনৎ দাস (38) ও বালিগড়ি 1 পঞ্চায়েতের বাসিন্দা সুরজিৎ চৌধুরী (29) ।
অন্যদিকে ধনিয়াখালি ব্লকে বজ্রাঘাতে একজনের মৃত্যু হয়েছে । দাদপুরের মাকালপুরে মাঠে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হয় এক বৃদ্ধের । নাম চন্দ্রনাথ মালিক (60) । এর সঙ্গে তিনটি গরুও মারা যায় ।
গত কয়েকদিন তপ্ত গরমে নাজেহাল হুগলির মানুষ । উত্তরবঙ্গে বর্ষার সূত্রপাত হলেও দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির লেশমাত্র নেই । তার উপর মেঘলা আকাশে গরমের তীব্রতা অনেকটাই বেড়েছে । আজ হুগলির বেশ কিছু জায়গায় হটাৎ ঝোড়ো হাওয়া দিলেও বৃষ্টি হয়নি । তবে তারকেশ্বর বালিগড়ি 1 গ্ৰাম পঞ্চায়েতের বাসিন্দা সুরজিৎ চৌধুরী মাঠে গিয়েছিলেন । সেই সময় হঠাৎ বজ্রপাত ও বৃষ্টি শুরু হয় । মাঠেই অজ্ঞান হয়ে পড়ে যান সুরজিৎ । তাঁকে মাঠ থেকে তুলে তারকেশ্বর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।