পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শহিদ দিবস হবে, না পাগলু ডান্স ? কটাক্ষ সায়ন্তনের - 21 july

হরিপালে বাসন্তী কোলের পরিবারের সঙ্গে দেখা করতে যান সায়ন্তন বসু । সেখানে তিনি বলেন, "আমি জানি না, কাল শহিদ দিবস হবে নাকি পাগলু ডান্স হবে ? 19-এ হাফ করে দিয়েছি । 21-এ সাফ করে দেব ।"

সায়ন্তন বসু

By

Published : Jul 21, 2019, 2:22 AM IST

Updated : Jul 21, 2019, 1:17 PM IST

হরিপাল, 21 জুলাই : আজ 21 জুলাই । তৃণমূল কংগ্রেসের ডাকে ধর্মতলায় পালিত হবে শহিদ দিবস । তৃণমূল নেতৃত্বের দাবি, এবারের 21 জুলাই ভিড়ের সব রেকর্ড ভেঙে দেবে । যদিও BJP নেতারা বলছেন, তৃণমূলের শেষের শুরু হয়ে গেছে ।

সালটা 2011 । রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস । ব্রিগেড ময়দানে শহিদ সমাবেশের ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায় । মঞ্চে আসেন টলি তারকারা । ছিলেন দেবও । তৃণমূল কর্মীদের অনুরোধে তিনি গান গাইতে শুরু করেন । মঞ্চেই গেয়ে ওঠেন, "পাগলু ডান্স ।" তাড়িয়ে তাড়িয়ে তা উপভোগ করেন তৃণমূল কর্মীরা ! শহিদ মঞ্চে 'পাগলু ডান্স' গাওয়া নিয়ে তীব্র সমালোচনা হয় । বিরোধীরা হামেশাই বলে থাকেন, শহিদ মঞ্চে তো পাগলু ডান্সই হবে । এবারও তার ব্যতিক্রম নয় । শহিদ দিবস নিয়ে প্রশ্ন ওঠায় BJP নেতা সায়ন্তন বসু বললেন, "ওদের ওটা শহিদ দিবস হবে নাকি পাগলু ডান্স হবে, তা জানি না । অন্য কোনও গানও চলতে পারে ।"

শহিদ দিবসের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো যে BJP-বিরোধী লড়াইয়ের ডাক দেবেন তা পরিষ্কার । এবিষয়ে সায়ন্তন বলেন, "উনি তো বলেছিলেন 42-এ 42 হবে । হয়নি । তাই, ওঁর কথা কেউ শোনে না । আমরা বলেছি 19-এ হাফ করে দেব । দিয়েছি । এবার বলছি, 21-এ সাফ করে দেব ।"

ভিডিয়োয় সায়ন্তন বসুর বক্তব্য

গতকাল হরিপালের জেজুর পঞ্চায়েতের রাজবল্লভবাটি গ্রামে গেছিলেন সায়ন্তন । 12 জুলাই এই গ্রামে কাটমানি ফেরতের দাবিতে উপপ্রধান গোপাল চক্রবর্তীর বাড়ি ভাঙচুর এবং গাড়ি পোড়ানো হয় । ঘটনায় অভিযোগ ওঠে BJP-র দিকে । সে রাতেই পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে । গ্রামে পুলিশ ঢুকলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বাসন্তী কোলে নামে এক মহিলা । আজ তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যান সায়ন্তন । পরে সাংবাদিকদের তিনি বলেন, "পুলিশ আর তৃণমূল মিলে BJP কর্মীদের তাড়া করছে । সন্ত্রাস চালাচ্ছে গ্রামজুড়ে । আমরা চিন্তিত । দোষীরা দ্রুত গ্রেপ্তার না হলে হরিপাল থানা ঘেরাও হবে ।"

এদিকে, রাজ্যের একাধিক জায়গায় পুলিশের উপর হামলার অভিযোগ সামনে আসছে । বেশিরভাগ জায়গায় অভিযুক্ত BJP । এপ্রসঙ্গে সায়ন্তন বলেন, "পুলিশ যদি তৃণমূলের হয়ে কাজ করে তাহলে পুলিশের উপর হামলা বাড়বে । কমবে না । মানুষ ক্ষেপে আছে । আমরা কাউকে বলছি না পুলিশের উপর হামলা করতে । কারণ, পুলিশকে নিয়েই আমাদের কয়েকদিন পর চলতে হবে । কিন্তু, মানুষের মধ্যে ধারণা তৈরি হচ্ছে, পুলিশ-সমাজবিরোধী-তৃণমূলের হার্মাদ এক হয়ে গেছে । পুলিশ নিজেকে শুধরে নিক, মানুষ হামলা করবে না । তবে, এটাও বলতে চাই, আমাদের দলের কোনও কর্মী হামলার সঙ্গে যুক্ত নয় ।"

Last Updated : Jul 21, 2019, 1:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details