পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাসপাতালের সার্টিফিকেটই ভরসা প্রবাসীদের, উঠছে "হেনস্থার" অভিযোগ - coronavirus in india

কোরোনা সংক্রমণ নেই তা প্রমাণের প্রবাসী ও সম্প্রতি ভিন রাজ্য থেকে ফেরা মানুষদের এখন একমাত্র ভরসা হাসপাতালের সার্টিফিকেটই । দিনে দিনে বাড়ছে কোরোনার আতঙ্ক ৷ আর সেই আতঙ্কেই সমস্যায় পড়ছেন দেশ-বিদেশ থেকে ফেরা মানুষদের ।

coronavirus in india
coronavirus in india

By

Published : Mar 21, 2020, 9:25 AM IST

হগলি, 21 মার্চ : বাইরের রাজ্য বা বিদেশ থেকে আসা মানুষের ভরসা এখন হাসপাতালই । শরীরে কোরোনা সংক্রমণ রয়েছে কি না তা জানতে প্রবাসীদের জোগাড় করতে হচ্ছে হাসপাতালের সার্টিফিকেট। কারণ, বিদেশ থেকে ফিরেছেন জানলেই প্রবাসীদের নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে ৷ ফলে, অযথা মানসিক চাপের শিকার হচ্ছেন প্রবাসী বা ভিন রাজ্য থেকে ফেরত মানুষজন ।

শরীরে কোরোনা সংক্রমণ হয়েছে কি না তা যাচাই করতে সকাল থেকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল-সহ অন্যান্য হাসপাতালে লাইন দিচ্ছেন অনেকেই ৷ বেলা গড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে উপর বাড়ছে চাপ । যাঁরা পরীক্ষা করাতে আসছেন তাঁদের বেশিরভাগই হয় প্রবাসী বা ভিন রাজ্য থেকে ফেরা মানুষ। কেউ ফিরেছেন অস্ট্রেলিয়া থেকে, কেউ সিঙ্গাপুর থেকে তো কেউবা ফ্রান্স থেকে ।

সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ফিরেছেন শ্রীরামপুরের বাসিন্দা এক চিকিৎসক ও তাঁর সন্তান ৷ তিনি দেশে ফিরেই নিজের পেশার সঙ্গে যুক্ত হন । শুক্রবার এক রোগীর মৃত্যু হলে তাঁকে ডেথ সার্টিফিকেট দেন তিনি । সম্প্রতি তিনি বিদেশ থেকে ফিরেছেন এই তথ্য জানজানি হতেই প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন কয়েকজন৷ এই ঘটনার পর গতকাল শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে এসে সস্ত্রীক ওই চিকিৎসক শরীরে কোরোনা সংক্রমণ রয়েছে কি না তার পরীক্ষা করান । পরীক্ষার পর সেই চিকিৎসক জানান, "বিমানবন্দর কর্তৃপক্ষ দেশে ফেরার সময় তাঁদের থার্মাল স্ক্রিনিং করেছে । তাতে ধরা পড়েনি । তাই প্রতিদিনের মতোই সাধারণ জীবন-যাপন করছিলেন তাঁরা । কিন্তু, গতকাল সকাল থেকে কিছু মানুষ তাঁদের বাড়িতে গিয়ে হাজির হন । এমনকী শ্রীরামপুর থানার পুলিশও তাঁর বাড়িতে গিয়ে হাসপাতলে টেস্ট করার পরামর্শ দেয় ।" তারপরই সপরিবারে ওই চিকিৎসক শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে গিয়ে পরীক্ষা করান ।

সিঙ্গাপুর থেকে ফেরা শ্রীরামপুরের এক বাসিন্দা তথা গবেষক ছাত্রও গতকাল নিজের শরীরের পরীক্ষা করান । তিনিও কোরোনার সংক্রমণ রয়েছে কি না তা নিশ্চিত করতে সপরিবারে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে আসেন । কলকাতায় এক বেসরকারি হাসপাতালে চাকরি করেন শ্রীরামপুরের এক যুবতি। তাঁর কোরোনা হয়েছে বলে খবর চাউর হতেই পৌরসভার প্রতিনিধি, পুলিশ বাড়িতে গিয়ে তাঁকে পরীক্ষা করানোর পরামর্শ দেয় । যদিও তাঁর শরীরে কোরোনা সংক্রমণের কোনও লক্ষণ ধরা পড়েনি । ওই যুবতির অভিযোগ, "কোরোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে । আর সেই সুযোগে আমার মতো অনেককেই হেনস্থার শিকার হতে হচ্ছে ৷"

সরকারি তরফে কোরোনা নিয়ে হাজার সচেতনতা বার্তা থাকলেও আশপাশের মানুষের শরীরে কোরোনা সংক্রমণের সন্দেহ হলেই ভীতির পরিবেশ তৈরি হচ্ছে ৷ বিশেষ করে এই ঘটনা দেখা দিয়েছে জেলা ও শহরতলিতে । সেক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ, অযথা আত্ঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত। প্রয়োজনে সংক্রমণ রয়েছে কি না তারও পরীক্ষা করে নেওয়া দরকার ।

ABOUT THE AUTHOR

...view details