সিঙ্গুর, 26 অগাস্ট : 2006 সালের 18 ডিসেম্বর ৷ স্থান সিঙ্গুর ৷ বাজেমেলিয়ার মাঠে মেলে 14 বছরের নাবালিকার দগ্ধ দেহ ৷ নাম তাপসী মালিক ৷ পরে শহিদের মর্যাদা দিয়ে মূর্তি স্থাপন করা হয় তাপসীর ৷ সেই মূর্তিই আজ আগাছার জঙ্গলে ঘেরা ৷ বেশ কিছু দিন ধরেই এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে । উঠেছে নিন্দার ঝড় ।
2006 সালে টাটা ন্যানো গাড়ি কারখানা গড়তে বামফ্রন্ট সরকার সিঙ্গুরে কৃষি জমি অধিগ্রহণ শুরু করে । বামফ্রন্টের সরকারের এই করে জমি অধিগ্রহণের বিরুদ্ধে সিঙ্গুরে যে আন্দোলনের সূচনা হয়েছিল তার অন্যতম এবং প্রধান সৈনিক ছিলেন তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক৷ বাবার সঙ্গে আন্দোলনে সামিল হয়েছিল তাপসীও ৷ তাপসীকে ধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে স্থানীয় বাম নেতাদের বিরুদ্ধে ।
এর পরই তীব্র হয়ে ওঠে সিঙ্গুর আন্দোলন ৷ সিঙ্গুর ছেড়ে চলে যায় টাটারা ৷ পতন হয় বামফ্রন্ট সরকারের ৷ 2011 সালে বিধান সভা ভোটে জয়লাভ করে তৃণমুল কংগ্রেস ৷ মুখ্যমন্ত্রী হন মমতা বন্দোপাধ্যায় ৷ সিঙ্গুর আন্দোলনের প্রধান দুই মুখ তাপসী মালিক ও রাজকুমার ভুলেকে শহিদের মর্যাদা দিয়ে বাজেমেলিয়া এলাকায় মূর্তি বসানো হয় ৷