শ্রীরামপুর, 17 মে : যত দিন যাচ্ছে ক্রমশ জটিল হচ্ছে করোনা পরিস্থিতি ৷ ইতিমধ্যে রাজ্যে চালু হয়েছে কার্যত লকডাউন ৷ সেই পরিস্থিতিতে সাধারণের কথা ভেবে একে একে বন্ধ হয়েছে মন্দির ৷ তারকেশ্বর , দক্ষিণেশ্বর, তারাপীঠ, কালীঘাটের পর এবার বন্ধ হল শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দির ৷ 30 মে পর্যন্ত মন্দির বন্ধ থাকার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কতৃপক্ষ ৷
অন্যদিকে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে পুরীর জগন্নাথ মন্দিরও বন্ধ করে দেওয়া হয় ৷ আগামী 30 জুন পর্যন্ত মন্দির বন্ধ থাকবে ৷ পাশাপাশি বাংলায় বিখ্যাত চারটি মন্দির 15 দিনের জন্য বন্ধ রাখা হয়েছে ৷ এবার বন্ধ হল মাহেশের জগন্নাথ মন্দির ৷