পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনার বাড়বাড়ন্ত, বন্ধ হল মাহেশের জগন্নাথ মন্দির

করোনার বাড়বাড়ন্তের জেরে এবার বন্ধ করা হল শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দির ৷ 30 মে পর্যন্ত মন্দির বন্ধ থাকার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কতৃপক্ষ ৷

By

Published : May 17, 2021, 9:33 PM IST

বন্ধ হল মাহেশ জগন্নাথ মন্দির
বন্ধ হল মাহেশ জগন্নাথ মন্দির

শ্রীরামপুর, 17 মে : যত দিন যাচ্ছে ক্রমশ জটিল হচ্ছে করোনা পরিস্থিতি ৷ ইতিমধ্যে রাজ্যে চালু হয়েছে কার্যত লকডাউন ৷ সেই পরিস্থিতিতে সাধারণের কথা ভেবে একে একে বন্ধ হয়েছে মন্দির ৷ তারকেশ্বর , দক্ষিণেশ্বর, তারাপীঠ, কালীঘাটের পর এবার বন্ধ হল শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দির ৷ 30 মে পর্যন্ত মন্দির বন্ধ থাকার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কতৃপক্ষ ৷

অন্যদিকে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে পুরীর জগন্নাথ মন্দিরও বন্ধ করে দেওয়া হয় ৷ আগামী 30 জুন পর্যন্ত মন্দির বন্ধ থাকবে ৷ পাশাপাশি বাংলায় বিখ্যাত চারটি মন্দির 15 দিনের জন্য বন্ধ রাখা হয়েছে ৷ এবার বন্ধ হল মাহেশের জগন্নাথ মন্দির ৷

বন্ধ হল মাহেশ জগন্নাথ মন্দির

মন্দিরের সেবাইত পিয়াল অধিকারী বলেন, "সরকারি নিয়ম অনুযায়ী মন্দির বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তাই 625 বছরের এই মন্দির বন্ধ করে দেওয়া হল ৷ গতবছরও লকডাউনের জেরে মন্দির বন্ধ ছিল ৷ এবারও তাই ৷ শুধুমাত্র মন্দিরের ভিতর ঠাকুরের দৈনিক পুজো হবে ৷ এবছরও রথের চাকা গড়াবে কিনা সেটাও আমরা বলতে পারছি না। "

আরও পড়ুন :ফিরহাদ-সুব্রত-শোভন-মদনদের জামিন মঞ্জুর

ABOUT THE AUTHOR

...view details