চন্দননগর, 14 নভেম্বর : প্রেমিকের জন্মদিন পালন করার সময় দেখে ফেলেন বাবা। তারপরই আবাসনের ছাদ থেকে ধাঁপ কিশোরীর । নাম নম্রতা দাস(16)। চন্দননগর পালপাড়া বালাজি গার্ডেন অ্যাপার্টমেন্টের বাসিন্দা।
প্রেমিকের সঙ্গে দেখে ফেলেছে বাবা, ছাদ থেকে ঝাঁপ কিশোরীর - প্রেমিকের সঙ্গে দেখে ফেলেছেন বাবা, আবাসনে ছাদ থেকে ঝাঁপ তরুণীর
আজ জন্মদিন পালন করতে চন্দননগর স্ট্যান্ডে প্রেমিকের সঙ্গে দেখা করতে আসে নম্রতা। তখনই দেখে ফেলেন নম্রতার বাবা।
![প্রেমিকের সঙ্গে দেখে ফেলেছে বাবা, ছাদ থেকে ঝাঁপ কিশোরীর woman](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9546889-thumbnail-3x2-body.jpg)
আজ জন্মদিন পালন করতে চন্দননগর স্ট্যান্ডে প্রেমিকের সঙ্গে দেখা করতে আসে নম্রতা। সেখানেই পালন করা হয় জন্মদিন। তখনই দেখে ফেলেন নম্রতার বাবা। বাবা দেখে ফেলেছে বুঝতে পেরে চন্দননগর হাসপাতালের কাছে জিটি রোডের পাশের একটি আবাসনের ছাদ থেকে ঝাঁপ দেয় সে। ঘটনাস্থানেই মৃত্যু হয় তার।
চন্দননগর থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে খবর, এভাবে জন্মদিন পালন ও প্রেমিকের সঙ্গে মেলামেশা পছন্দ করতেন না নম্রতার বাবা। এর আগেও বাবার কাছে একই বিষয়ের জন্য বকুনিও খায় নম্রতা। পাছে আবার বকুনি খেতে হয় সেই ভয়েই আত্মহত্যা বলে অনুমান পুলিশের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।