পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মিমিকে ধন্যবাদ BJP নেত্রী অগ্নিমিত্রার - thanks to mimi

মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পলের নেতৃত্বে BJP কর্মী সমর্থকরা আজ শেওড়াফুলি পুলিশ ফাঁড়িতে ডেপুটেশন দেওয়ার চেষ্টা করে ৷ কিন্তু প্রশাসন ডেপুটেশন দেওয়ার কোনও অনুমতি দেয়নি ৷ পুলিশ ফাঁড়ির আগেই তাঁদের আটক করে পুলিশ ৷

Agnimitra Paul
BJP নেত্রী অগ্নিমিত্রা পল

By

Published : Sep 17, 2020, 7:36 PM IST

Updated : Sep 17, 2020, 7:48 PM IST

হুগলি, 17 সেপ্টেম্বর : এ-রাজ্যে কোনও মহিলাই সুরক্ষিত নয়। সাংসদ মিমি চক্রবর্তীকেও ট্যাক্সি চালকের কটূক্তির প্রসঙ্গে কটাক্ষ অগ্নিমিত্রা পলের। একইসঙ্গে তিনি বলেন, "মিমিকে ধন্যবাদ যে সে প্রতিবাদ করেছে। সে আমাদের হয়ে কাজ করেছে। কারণ আমাদের কথা তো কেউ শুনবে না। তাই আমরা মহিলা মোর্চার পক্ষ থেকে একটি প্রকল্প নিয়েছি । যার নাম 'উমা'। প্রত্যেকটি সাংগঠনিক জেলায় পঞ্চাশটি করে মহিলা নিয়ে তৈরী হবে উমা। তাঁদের ট্রেনিং দেওয়া হবে। মহিলারা নিজেদের সুরক্ষা নিজেরাই করবেন। " বুধবার শেওড়াফুলি বাজার সরানো জন্য ফাঁড়িতে ডেপুটেশন দিতে এসে বাধার মুখে পড়েন মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। কোরোনা আবহে লোকজন জড়ো করে মিছিল করা যাবে না বলে আটকায় পুলিশ। বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ দেখায় BJP সমর্থকেরা ৷ তাদের আটক করে পুলিশ।

মিমিকে ধন্যবাদ BJP নেত্রীর
কোরোনা সংক্রমণ ঠেকাতে শেওড়াফুলি পাইকারি বাজার সরিয়ে বৈদ্যবাটি RMC- তে নিয়ে যাওয়া হয় পাঁচ মাস আগে। যার ফলে শেওড়াফুলি স্টেশন লাগোয়া বাজারে লোক সমাগম কমে যায়। প্রাচীন এই বাজারের ব্যবসায়ীরা সমস্যায় পরেন। BJP সহ অন্য়ান্য বিরোধীরা এই বাজার সরানোর পিছনে শাসকের উদেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করে আন্দোলন শুরু করে। আজ শেওড়াফুলি পুলিশ ফাঁড়িতে BJP মহিলা মোর্চার পক্ষ থেকে ডেপুটেশন দেওয়ার কর্মসূচী ছিল । রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পলের নেতৃত্বে BJP কর্মী সমর্থকরা মিছিল করে GT রোড ধরে ফাঁড়ির দিকে এগোতেই পুলিশ মিছিল আটকায়।মিছিলের কোনও অনুমতি না থাকায় ফাঁড়িতে পৌঁছানোর আগেই তাদের আটকে দেয় পুলিশ।


অগ্নিমিত্রা পল বলেন, "পুলিশ অন্য দলকে মিছিল জমায়েতের অনুমতি দিচ্ছে। আর 30 জন নিয়ে ডেপুটেশন দিতে যেতে দিলনা। সব জায়গায় এটা পুলিশ করছে । ইমাম ভাতা চালু আছে ৷ সরকারের নয় বছরে মনে হয়নি ৷ ভোটের ছয় মাস আগে মনে হল পুরোহিতদেরও ভাতা দিতে হবে। পুরোহিতরা ভিক্ষা নেন না প্রণামী নেন। পিকের বুদ্ধিতে এসব করছেন মাননীয়া ৷ এতে কোনও লাভ হবে না। কারণ নয় বছরে কোনও কিছু হয়নি রাজ্যে। আগামী দিনেও হবে না।" অগ্নিমিত্রা রবীন্দ্র সরোবরে ছটপুজো নিয়েও মন্তব্য করেন ৷ তিনি বলেন,"পরিবেশ দূষণ যাতে না হয় সেটা সরকারকে দেখতে হবে।তবে দুর্গাপুজো যেমন গুরুত্বপূ্র্ণ তেমনি ছটপুজোও আমাদের কাছে গুরুত্বের। এই সরকার আবার উৎসবের দিন লকডাউন করে দেয়।"

Last Updated : Sep 17, 2020, 7:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details