শ্রীরামপুর, ৬ মার্চ : শ্রীরামপুর পৌরসভায় স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বিক্ষোভ চলে। যার জেরে কাজকর্ম বন্ধ থাকে পৌরসভা এলাকায়। চেয়ারম্যানের আশ্বাসে সাময়িক বিক্ষোভ উঠলেও আগামী ২০ মার্চের মধ্যে কোনও পদক্ষেপ না বিলে বড় আন্দোলনে নামবে তারা।
শ্রীরামপুর পৌরসভায় ৪০০ জন অস্থায়ী শ্রমিক কাজ করে। তার মধ্যে অনেকেই ১৫ থেকে ২০ বছর ধরে কাজ করছে। বেশ কয়েকজন কর্মী স্থায়ী চাকরি পেলেও বহু শ্রমিক এখনও স্থায়ী কর্মী হয়নি। অস্থায়ী কর্মীরা অভিযোগ করে, যে ৩২ জন কর্মী স্থায়ী হয়েছে, তারা কিছু দিনের মধ্যেই স্থায়ী হয়ে গেছে। এইবিষয়ে পৌরসভার কাছে বহু বার দরবার করলেও কিছুই হয়নি। তাই ৪ মার্চ থেকে অবস্থানে বসে তারা। কিন্তু দাবি পূরণ না হওয়ায় গতকাল সকাল থেকে বিক্ষোভ দেখাতে থাকে। পরে পৌরসভার হস্তক্ষেপে বিক্ষোভ উঠে। কিন্তু তারা বলে, সময়সীমার পরও যদি কোনও প্রতিকার না হয় আবার আন্দোলনে সামিল হবে।