পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tele Neuro Medicine Hub : করোনা আবহে হৃদরোগ ও অন্যান্য ক্ষেত্রে উন্নত পরিষেবায় টেলি নিউরো মেডিসিন হাব হুগলিতে - Tele Neuro Medicine Hub for Heart and Other Treatment

করোনা আবহে হৃদরোগ সহ অন্যান্য রোগের চিকিৎসা যাতে জেলার হাসপাতালের চিকিৎসকরাই করতে পারেন ৷ তার জন্য টেলি নিউরো মেডিসিন ব্যবস্থা চালু করছে হুগলি স্বাস্থ্য দফতর (Tele Neuro Medicine Hub in Chinsurah) ৷ এনিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, আপাতত পাইলট প্রজেক্ট হিসেবে চুঁচুড়া হাসাপাতালকে এসএসকেএমের সঙ্গে যুক্ত করা হয়েছে ৷ সেখানকার চিকিৎসকদের সঙ্গে জেলা হাসপাতালের চিকিৎসকরা পরামর্শ করে চিকিৎসা করবেন (Tele Neuro Medicine Hub for Heart and Other Treatment) ৷

Tele Neuro Medicine Hub for Heart and Other Treatment in Chinsurah
Tele Neuro Medicine Hub for Heart and Other Treatment in Chinsurah

By

Published : Jan 19, 2022, 3:37 PM IST

চুঁচুড়া, 19 জানুয়ারি : পাইলট প্রজেক্ট হিসেবে হুগলিতে তৈরি করা হচ্ছে টেলি নিউরো মেডিসিন হাব ৷ যার সাহায্যে হৃগরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে চুঁচুড়া হাসপাতাল থেকেই (Tele Neuro Medicine Hub for Heart and Other Treatment) ৷ করোনা আবহে টেলি মেডিসিনের ব্যবস্থা করেছে রাজ্য সরকার ৷ যেখানে ফোনে করোনা আক্রান্তের সঙ্গে কথা বলবেন চিকিৎসকরা ৷ সেই মতো ওষুধও পৌঁছে যায় সংক্রামিতের বাড়িতে ৷ করোনা আবহে হৃদরোগ সহ অন্যান্য রোগের ক্ষেত্রে পরিষেবা দিতে একইরকমভাবে টেলি নিউরো মেডিসিন হাব তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন হুগলির মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভুঁইয়া ৷

কীভাবে কাজ হবে এই টেলি নিউরো মেডিসিন হাবের মাধ্যমে ?

মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালের সঙ্গে কলকাতার এসএসকেএম হাসপাতালকে সংযুক্ত করা হয়েছে (Tele Neuro Medicine Hub in Chinsurah) ৷ যেখানে হৃদরোগে আক্রান্ত কোনও রোগী জেলা হাসপাতালে ভর্তি হলে, তাঁর চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে এসএসকেএমের হৃদরোগ বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে পারবেন ৷ ভিডিয়ো কনফারেন্সিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে ৷ সেই সঙ্গে একটি অ্যাপও তৈরি করা হয়েছে ৷ যে অ্যাপের মাধ্যমে রোগীর চিকিৎসা সংক্রান্ত তথ্য এসএসকেএমের চিকিৎসকদের সঙ্গে শেয়ার করা যাবে ৷

হুগলির মুখ্যস্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, করোনা আবহে হৃদরোগে আক্রান্তদের চট করে স্থানান্তর করা সম্ভব হচ্ছে না ৷ ফলে তাঁদের জেলার হাসপাতালে রেখেই কীভাবে উন্নত পরিষেবা দেওয়া যায় ? তার জন্যই এই টেলি নিউরো মেডিসিন হাব তৈরি করা হয়েছে ৷ তবে, পুরো বিষয়টি বর্তমানে পাইলট প্রজেক্ট অর্থাৎ, পরীক্ষামূলকভাবে শুরু করা হয়েছে ৷ সাফল্য পেলে চুঁচুড়া ছাড়াও, চন্দননগর, শ্রীরামপুর-সহ জেলার অন্যান্য জায়গাতেও এই টেলি নিউরো মেডিসিন হাব শুরু করা হবে ৷

আরও পড়ুন : কোরোনা : টেলি মেডিসিন ও নতুন প্রযুক্তিতে জোর দিতে হবে চিকিৎসকদের

করোনায় রোগীদের জন্য হুগলিতে তৈরি হওয়া টেলি মেডিসিন প্রক্রিয়া ইতিমধ্যে হিট ৷ আর তাই চুঁচুড়া, চন্দননগর, শ্রীরামপুর, সিঙ্গুরে টেলি মেডিসিন পরিষেবা দেওয়া হচ্ছে করোনা রোগীদের ৷ যেখানে সংক্রামিতেরা ফোনে সরাসরি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন হোম আইসোলেশনে থেকে ৷ ব্লক ও মহকুমা দু’ভাগে ভাগ করে বিভিন্ন দল গঠন করা হয়েছে টেলি মেডিসিনের ৷ যে দলে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা রয়েছেন ৷ এখানে বেশ কয়েকটি হাসপাতালকেও যুক্ত করা হয়েছে ৷ তবে, সেগুলি সবই সরকারি ৷ কোনও করোনা রোগীর শারীরিক অবস্থা খারাপ হলে দ্রুত তাঁকে সংশ্লিষ্ট হাসপাতালে ভর্তি করানো হয় ৷ এই টেলি মেডিসিনের সাফল্যকে দেখে, অন্যান্য রোগের চিকিৎসার জন্যও এবার হুগলির জেলা হাসপাতাল থেকে এসএসকেএমের মতো হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ নেওয়া হবে, উন্নত চিকিৎসার জন্য ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details