সিঙ্গুর, 21 মে : করোনা আক্রান্ত পড়ুয়ার বাড়ি মিড-ডে মিলের সামগ্রী পৌঁছে দিলেন স্কুলের শিক্ষকরা ৷ ঘটনাটি ঘটেছে সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ে ৷ আগামী দিনে আক্রান্ত পড়ুয়াদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিশির মাঝি ৷
সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র বিতনু দাস ৷ ওই ছাত্র বেশ কয়েকদিন ধরেই করোনায় আক্রান্ত ৷ এমনকি তার পরিবারের সবাই আক্রান্ত ৷ ওই ছাত্রের কথা জানতে পেরে স্কুলের শিক্ষকরা গতকাল বিতনুর বরাদ্দ মিড-ডে মিলের সামগ্রী তার বাড়ি পৌঁছে দেন ৷ এছাড়া ওই ছাত্রের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তাঁরা ৷
শিশির মাঝি বলেন, "দিন দুয়েক ধরে নোটিস দিয়ে মিড-ডে মিলের খাদ্যসামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হয় ৷ পড়ুয়াদের অভিভাবকরা এসে তা নিয়ে যান ৷ জানতে পারি, জলাঘাটার বিতনু নামে এক পড়ুয়া সহ তার পরিবার করোনায় আক্রান্ত ৷ সকলেই কোয়ারান্টিনে রয়েছেন ৷ আমাদের কয়েকজন শিক্ষক তার বরাদ্দ মিড-ডে মিলের সামগ্রী বাড়িতে পৌঁছে দেন ৷"