পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Waterlogging in School: বর্ষায় জলমগ্ন স্কুল, জিটি রোডের ধারে ক্লাস নিলেন শিক্ষকরা - Hooghly News

স্কুলে ঢোকার মুখেই জল থইথই ৷ যার ফলে স্কুলে ঢুকতে না-পেরে বাধ্য হয়ে জিটি রোডের ধারেই পড়ুয়াদের নিয়ে ক্লাস করলেন শিক্ষকরা ৷ সেখানেই চলল মিড-ডে মিল খাওয়া ৷

Etv Bharat
স্কুলের সামনে জমে জল

By

Published : Aug 1, 2023, 10:50 PM IST

স্কুলের সামনে জল জমা নিয়ে অভিভাবক ও পঞ্চায়েত সদস্যের বক্তব্য

সিমলাগড়, 1 অগস্ট: একটু বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে যায় স্কুলের সামনের মাঠ । প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি । মঙ্গলবার স্কুলে ঢুকতে না পেরে তাই পড়ুয়াদের নিয়ে রাস্তায় বসিয়ে ক্লাস করলেন শিক্ষকরা । যে কোন সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত । তা সত্ত্বেও রাস্তার ধারেই নির্দিষ্ট সময়েই স্কুল শুরু হয় । এমনই ঘটনা পাণ্ডুয়ার সিমলাগড়ে প্রতিভা প্রাথমিক বিদ্যালয়ের ।

নয়ানজুলির খাল বুজিয়ে দেওয়ার কারণে দীর্ঘদিন ধরেই জল জমে যায় স্কুলের সামনে । স্থানীয় সিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েত ও বিডিওকে জানিয়েও কোনও প্রতিকার হয়নি । টানা কয়েকদিন বৃষ্টির ফলে জলে ভরে যায় স্কুলের সামনের চত্বর । তাই স্কুলে ঢুকতে না পেরে জিটি রোডের পাশেই ত্রিপল পেতে পড়াশোনা শুরু করান শিক্ষকরা । ওখানেই মিড-ডে মিল খাওয়ানো হয় । পরে প্রশাসনকে খবর দেওয়া হলে প্রাথমিক শিক্ষা সংসদের হস্তক্ষেপে পাম্প লাগিয়ে জল নিকাশের ব্যবস্থা করা হয়।

প্রাথমিক শিক্ষা দফতরের তরফে পাণ্ডুয়া প্রশাসনের কাছে নিকাশি ব্যবস্থার উন্নতির জন্য আবেদন করা হয় । স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অভিভাবকরা । যদিও বেশ কিছুক্ষণ পরে প্রশাসনের সহযোগিতায় পাম্প লাগিয়ে জল তুলে ফেলা হয় । যদিও এই বিষয়ে মুখ খোলেননি প্রধান শিক্ষক থেকে বিডিও ।

এক অভিভাবক শান্তনু বন্দ্যোপাধ্যায় বলেন, "নিকাশির সমস্যা থাকায় দীর্ঘদিন ধরে এই স্কুলে ঢোকার পথে জল জমে ।স্কুলের সামনের মাঠ জলে ভরে যায় । এই নিয়ে একাধিকবার আলোচনাও হয়েছে । স্কুলের প্রধান শিক্ষক বলরাম সাহা নিজে অভিভাবকদের সই সংগ্রহ করে স্থানীয় পঞ্চায়েত, বিডিও ও স্কুল শিক্ষা দফতরের কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন ৷ কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি । আজ স্কুলে এসে শিক্ষকরা দেখেন জল জমে রয়েছে । ডেঙ্গি বাড়ছে হুগলিতে ৷ পাণ্ডুয়াতেও মিলছে ডেঙ্গির খোঁজ । এই অবস্থায় জমা জল নিয়ে আমরা চিন্তিত ।"

আরও পড়ুন : 1 বছর ধরে জলমগ্ন স্কুল, শৌচকর্মে বাড়িই ভরসা শিক্ষক-পড়ুয়াদের

এই প্রসঙ্গে বিজেপির বিদায়ী পঞ্চায়েত সদস্য বিনয় চন্দ্র সরেন বলেন, "3-4 বছর ধরে এই সমস্যা । স্কুলের সামনে নিকাশি নালার জন্য আবেদন করা হয়েছিল । স্কুলের শিক্ষক বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ জানিয়েছিলেন । গত বছর মাপজোখ করে অ্যাকশন প্ল্যানে ড্রেন কাটার ব্যবস্থা করা হয় । সাত-আট মাস আগে মঞ্জুর হয়ে গেলেও কাজ হয়নি । পঞ্চায়েতকে জানানো হলে তারা জানিয়ে দেন তাদের কাছে ফান্ড নেই । ফান্ড এলে ড্রেন করা হবে ।"

ABOUT THE AUTHOR

...view details