পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আজ থেকে খুলছে তারকেশ্বর মন্দির, বন্ধ শ্রাবণী মেলা - তারকেশ্বর মন্দির

পুরোপুরি মন্দির কর্তৃপক্ষের নিয়ম এবং সরকারি বিধি নিষেধ মেনে আজ থেকে খোলা হচ্ছে তারকেশ্বর মন্দির । বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে এবং সরকারি ভাবে বাংলায় 31 জুলাই পযন্ত লকডাউন ঘোষণার কারণে এ বছর শ্রাবণী মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কমিটি ।

Tarakeswar temple
তারকেশ্বর মন্দির

By

Published : Jun 25, 2020, 5:35 AM IST

তারকেশ্বর, 25 জুন : বিধি নিয়ম মেনে খুলছে তারকেশ্বর মন্দির, তবে এ বছর বন্ধ থাকবে শ্রাবণী মেলা । এমনটাই জানালেন তারকেশ্বর মন্দিরের মহন্ত মহারাজ । সমান্তরালভাবে তারকেশ্বর মন্দিরের দরজা পুরোপুরি ভাবে ভক্তদের জন‍্য খুলে দেওয়া হচ্ছে । দুদফায় খোলা থাকবে মন্দিরের দরজা । প্রথম দফায় সকাল ছ’টা থেকে সকল 9.30 মিনিট পর্যন্ত‍ এবং দ্বিতীয় দফায় 11 থেকে একটা পর্যন্ত‍ ।

গতকাল তারকশ্বের থানার আধিকারিক, পৌরসভায় প্রশাসক সহ বিভিন্ন পক্ষের সাথে আলোচনার পর এই সিন্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্দিরের মহন্ত মহারাজ । তবে স্বাস্থ‍্য বিধির সমস্ত সরকারি নিয়ম মেনে চলা হবে । দর্শনার্থীদের মাস্ক পড়ে মন্দিরে প্রবেশ করতে হবে । এবং মন্দিরের চারটি গেটেই স‍্যানিটাইজ়ার মেশিন বসানো হবে । তবে আজ মন্দিরের একটি গেট খোলা হবে । পর্যায় ক্রমে মন্দিরের চারটি গেট খুলে দেওয়া হবে । গর্ভগৃহে প্রবেশ অনির্দিষ্টকালের জন‍্য বন্ধ থাকবে । চোঙার মাধ‍্যমে জল ঢালতে হবে ভক্তদের ।

বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে এবং সরাকরি ভাবে বাংলায় 31 জুলাই পযন্ত লকডাউন ঘোষণার কারণে এবছর শ্রাবণী মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কমিটি । তবে ভক্তরা আসতে পারবেন কিন্তু বাঁকে করে জল বহন করে আনতে পারবেন না । সাধারণভাবে পূজা দিতে পারবেন সরকারি বিধি নিষেধ মেনে ।

আজ থেকে খুলছে তারকেশ্বর মন্দির

উল্লেখ‍্য প্রায় তিনমাস মন্দির বন্ধ থাকার পর রথের দিন পরীক্ষামূলক ভাবে সন্ধ‍্যায় 45মিনিটের জন‍্য মন্দিরের দরজা খুলে দেওয়া দেওয়া হয়েছিল স্থানীয় ভক্তদের জন্য । গতকাল সকালেও পরীক্ষামূলকভাবে এক ঘণ্টার জন্য মন্দিরের দরজা খোলা হয়েছিল ভক্তদের জন্য । এবার পুরোপুরি নিয়ম এবং সরকারি বিধি নিষেধ মেনে আজ থেকে খোলা হচ্ছে তারকেশ্বর মন্দির ।

ABOUT THE AUTHOR

...view details