তারকেশ্বর, 25 জুন : বিধি নিয়ম মেনে খুলছে তারকেশ্বর মন্দির, তবে এ বছর বন্ধ থাকবে শ্রাবণী মেলা । এমনটাই জানালেন তারকেশ্বর মন্দিরের মহন্ত মহারাজ । সমান্তরালভাবে তারকেশ্বর মন্দিরের দরজা পুরোপুরি ভাবে ভক্তদের জন্য খুলে দেওয়া হচ্ছে । দুদফায় খোলা থাকবে মন্দিরের দরজা । প্রথম দফায় সকাল ছ’টা থেকে সকল 9.30 মিনিট পর্যন্ত এবং দ্বিতীয় দফায় 11 থেকে একটা পর্যন্ত ।
গতকাল তারকশ্বের থানার আধিকারিক, পৌরসভায় প্রশাসক সহ বিভিন্ন পক্ষের সাথে আলোচনার পর এই সিন্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্দিরের মহন্ত মহারাজ । তবে স্বাস্থ্য বিধির সমস্ত সরকারি নিয়ম মেনে চলা হবে । দর্শনার্থীদের মাস্ক পড়ে মন্দিরে প্রবেশ করতে হবে । এবং মন্দিরের চারটি গেটেই স্যানিটাইজ়ার মেশিন বসানো হবে । তবে আজ মন্দিরের একটি গেট খোলা হবে । পর্যায় ক্রমে মন্দিরের চারটি গেট খুলে দেওয়া হবে । গর্ভগৃহে প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে । চোঙার মাধ্যমে জল ঢালতে হবে ভক্তদের ।