তারকেশ্বর, 2 জুন : করোনা আবহে সমস্ত বিধি মেনেই খোলা হল তারকেশ্বর মন্দির ৷ বৃহস্পতিবার থেকে প্রতিদিন খোলা থাকবে মন্দির ৷ সকাল 7 টা থেকে দুপুর 12 টা পর্যন্ত মন্দিরে পুজো দিতে পারবেন ভক্তরা ৷ তবে মন্দিরের গর্ভগৃহে ভক্তরা প্রবেশ করতে পারবেন না ৷
করোনার দ্বিতীয় ঢেউ চাগাড় গিয়ে উঠতে জনস্বার্থে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় কালীঘাট, আদ্যাপীঠ , দক্ষিণেশ্বর মন্দির ৷ অন্যদিকে 9 মে তারকেশ্বর মন্দির চত্বরে করোনা আক্রান্তের হদিশ মেলায় পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় মন্দির ৷ পাশাপাশি 10 এপ্রিল থেকে মন্দিরের গর্ভগৃহ বন্ধই ছিল ৷ পরবর্তীতে রাজ্য সরকার পয়লা মে থেকে রাজ্যে কড়া বিধিনিষেধ লাগু করে ৷ এখন রাজ্যে সংক্রমণের গ্রাফ কিছুটা নিম্নমুখীও বটে ৷ বেশ কিছুক্ষেত্রে ছাড়ও দেওয়া হয়েছে ৷ তাই পরিস্থিতি বিচার করে ফের ভক্তদের জন্য মন্দির খোলার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ ৷