তারকেশ্বর, ২৩ অগাস্ট : এলাকার কোনও পুকুরে জল নেই ৷ বাড়ির টিউবওয়েলগুলিতেও জল উঠছে না ৷ দেখা দিয়েছে পানীয় জলের সংকট ৷ আর তাই ক্ষুব্ধ তারকেশ্বরের বালিগরি পঞ্চায়েতের কামারপাড়ার বাসিন্দারা ৷ এলাকার মহিলাদের বক্তব্য, পেট্রল কিনে গাড়ি চালাতে হয়, এবার জল কিনে সংসার চালাতে হবে ।
"এবার জল কিনে সংসার চালাতে হবে", পানীয় জল না পেয়ে ক্ষোভ মহিলাদের
এলাকার কোনও পুকুরে জল নেই ৷ বাড়ির টিউবওয়েলগুলিতেও জল উঠছে না ৷ দেখা দিয়েছে পানীয় জলের সংকট ৷ আর তাই ক্ষুব্ধ তারকেশ্বরের বালিগরি পঞ্চায়েতের কামারপাড়ার বাসিন্দারা ৷
স্থানীয়রা বলছেন, গত বছরও এখানকার জলাশয়গুলিতে জল ছিল । কোনও অভাব ছিল না পানীয় জলের । কিন্তু গরম পড়ার পর থেকেই এলাকার জলাশয়গুলির জল শুকিয়ে যেতে শুরু করে । স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকার দুটি ইট ভাটা ভূগর্ভস্থ জলের ব্যবহার করছে যেটা বেআইনি । প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি ৷ এবার বৃষ্টিও হয়েছে সামান্য । ফলে ভূগর্ভস্থ জলে টান পড়েছে । যা এই এলাকার অন্যতম ভরসা ।
তারকেশ্বর পঞ্চায়ের সমিতির সভাপতি ফিরদৌস পারভিন বলেন, "এই ঘটনা জানতাম না । তবে এই জল সংকটের ব্যাপার খুব গুরুতর ।" হুগলি জেলা পরিষদের কৃষি-সেচ কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী বলেন, "জল সংকটের বিষয়টি আমাদের নজরে এসেছে । আপাতত গ্রামের মানুষ যাতে পানীয় জল পান তার ব্যবস্থা করা হবে । মাটির তলায় জলের স্তর নেমে যাওয়ায় পাণ্ডুয়া, গোঘাট ব্লককে রেড জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে । সেখনে ডিপ টিউবওয়েলের অনুমতি দেওয়া বন্ধ করা হয়েছে । চাষের কাজে ভূগর্ভস্থ জলের ব্যবহার কমাতে সারফেস ওয়াটার ব্যবহার করা হচ্ছে । কেন জলের স্তর নেমে গেল তা দেখতে হবে । ২৭ অগাস্ট মুখ্যমন্ত্রী আসছেন প্রশাসনিক বৈঠকে । জেলা প্রশাসনের মাধ্যমে তাঁকে বিষয়টি জানানো হবে ।"