পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তারকেশ্বরে তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন, অভিযোগ BJP-র দিকে - tarakeshwar

তৃণমূল দলীয় কার্যালয়ে গতকাল রাতে আগুন লাগে ৷ তৃণমূলের অভিযোগ, বেশ কিছু দিন ধরে এলাকায় BJP উত্তেজনা তৈরি করছে ৷ এটি ওদেরই কাজ৷

TMC officee

By

Published : Sep 25, 2019, 4:50 PM IST

তারকেশ্বর , 25 সেপ্টেম্বর : তারকেশ্বরের ভীমপুর এলাকার তৃণমূল দলীয় কার্যালয়ে গতকাল রাতে আগুন লাগে ৷ অভিযোগের তীর BJP-র দিকে ৷ বেশ কয়েকদিন ধরে BJP-র সভা এবং মিছিল ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ তৃণমূলের সদস্যদের সঙ্গে বচসাও হয় ৷ কয়েকদিন ধরে পরিবেশ উত্তপ্ত ছিল ৷ গতকাল রাতে দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং আগুন লাগার পর তৃণমূল কর্মীদের অভিযোগ BJP কর্মীরা কাজটি করেছেন ৷

তারকেশ্বর ব্লকের তৃণমূলের কার্যকারী সভাপতি লাল্টু চট্টোপাধ্যায় বলেন, "বেশ কিছু দিন ধরে এলাকায় BJP উত্তেজনা তৈরি করছে ৷ গতকাল রাতে আমাদের একটি দলীয় কার্যালয়ে আগুন লাগানো হয় । এটা ওদেরই কাজ । আমরা তারকেশ্বর থানায় অভিযোগ জানাব । "

অভিযোগ অস্বীকার করে BJP ৷ তাদের জানায় এই রকম কোনও ঘটনার সঙ্গে তারা যুক্ত নয় ৷ BJP এই ধরণের নিম্নরুচির কাজে বিশ্বাস করে না ৷ এই বিষয়ে স্থানীয় BJP নেতা লাল্টু বাগ বলেন, "আমাদের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত নয় । এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷"

ABOUT THE AUTHOR

...view details