তারকেশ্বর, 18 মার্চ : করোনো ভাইরাসের আতঙ্কের জেরে বৃহস্পতিবার থেকে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করলো তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষ । প্রশাসনের তরফ থেকে লিখিত নির্দেশ না পাওয়া পর্যন্ত খোলা হবে না মন্দির ৷ আজ সাংবাদিক বৈঠক করে জানালেন তারকেশ্বর মন্দিরের মহন্ত মহারাজ সুরেশ্বর আশ্রম । গতকাল গাজন মেলা বন্ধের সিন্ধান্তের কথা জানিয়েছিলেন তিনি ৷ আজ সাংবাদিক সম্মেলন করে ভক্তদের জন্য পুরোপুরি মন্দির বন্ধ রাখার কথা জানান তিনি ৷
কোরোনা আতঙ্কে বৃহস্পতিবার থেকে ভক্ত প্রবেশে নিষেধাজ্ঞা তারকেশ্বরে - coronavirus safety
মন্দিরের সমস্ত গেট বন্ধ করে চেন, তালা লাগিয়ে দেওয়া হবে । যদিও নিত্য পূজা চলবে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ ৷
মহন্ত মহারাজ বলেন, ‘‘করোনা ভাইরাসের জেরে প্রশাসন এবং মন্দির কমিটির সঙ্গে আলোচনা করে আপাতত মন্দির বন্ধ রাখার সিন্ধান্ত গ্রহণ করা হয়েছে ৷’’ স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা পেয়ে আগামী কাল থেকে মন্দিরে যাত্রী প্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । মন্দিরের সমস্ত গেট বন্ধ করে চেন ও তালা লাগিয়ে দেওয়া হবে । যদিও নিত্য পূজা চলবে । তবে মন্দির চত্বরে কেউ প্রবেশ করতে চাইলে তা প্রশাসনের অনুমতি নিয়ে এক জন করে প্রবেশ করতে পারবেন ৷ মন্দির চত্বরে প্রবেশের ক্ষেত্রে মন্দির কর্তৃপক্ষ কোনও দায় নেবে না বলে জানিয়েছেন মহন্ত মহারাজ ।
তিনি আরও বলেন, ‘‘বাবা তারকনাথের কাছে ভারতবাসী তথা বিশ্ববাসীর সুস্থ ও দীর্ঘ জীবনের প্রার্থনা করছি । মেলা যাবে আবার আসবে । তাই যে আতঙ্ক তৈরি হয়েছে তা থেকে মানুষকে রক্ষার জন্য আপাতত গাজন মেলা স্থগিত রাখা হল । পাশাপাশি মূল মন্দিরে পুজো ও প্রবেশ বন্ধ রাখা হল ভক্তদের জন্য । আগামী দিনে পরিস্থিতির উন্নতি হলে তখন পুনরায় সকলের জন্য মন্দির খোলা হবে । চৈত্রের গাজন শেষ হওয়ার আগেই যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, তাহলে আবার মেলা শুরু হবে । সাধারণ মানুষ নিজেদের সুরক্ষার্থে কিছুদিনের জন্য তারকেশ্বরে যাতে যাতায়াত বন্ধ রাখেন, তার জন্য আবেদন জানান মহন্ত মহারাজ ৷