তারকেশ্বর, 26 জুন : বিধি মেনে খোলার পরদিনই ফের তারকেশ্বর মন্দির বন্ধের সিদ্ধান্ত কর্তৃপক্ষের । তারকেশ্বরে আরও 10 জন কোরোনায় আক্রান্ত হওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয় ।
বৃহস্পতিবার থেকে প্রতিদিন দু'দফায় মন্দির খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । প্রথম দফায় সকাল 6টা থেকে সকল 9টা 30 মিনিট পর্যন্ত এবং দ্বিতীয় দফায় 11 থেকে 1টা পর্যন্ত । বুধবার সন্ধ্যায় তারকেশ্বর থানার আধিকারিক, পৌরসভার প্রশাসক সহ বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার পর এই সিন্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছিলেন মন্দিরের মহন্ত মহারাজ ।