ব্যান্ডেল, 16 ডিসেম্বর:নাম না করে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তীব্র কটাক্ষ (Suvendu Taunts Mamata) করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷ হুগলির ব্যান্ডেলে বিজেপির পদাধিকারীদের বৈঠকে গিয়ে চলচ্চিত্র উৎসব নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি (Hooghly news)৷
শুক্রবার শুভেন্দু অধিকারী বলেন, "নন্দনে গেলে সত্যজিৎ রায় ও উত্তম কুমারের ছবি পাবেন না ।" অথচ একটা ছবি সব জায়গায় দেখতে পাওয়া যাবে বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী ৷ তাঁর নিশানায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তা বুঝতে অসুবিধে হয়নি ৷
এ দিন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "বাংলা থেকে অনেক অতিথি ছিলেন, তাঁদেরও চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ করা উচিত ছিল । সুকান্তবাবু এই নিয়ে টুইট করেছেন, তাঁর সঙ্গে আমি একমত ।" জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং চলচ্চিত্র উৎসবের মঞ্চে গেয়েছেন, 'রঙ দে তু মোহে গেরুয়া'৷ এই গানের প্রসঙ্গে শুভেন্দু বলেন, "গেরুয়া মানে স্বামী বিবেকানন্দ, গেরুয়া মানেই সনাতন, গেরুয়া মানেই মুনি-ঋষিদের দেশ ভারতবর্ষ । গেরুয়ার বাইরে কিছু হতে পারে না ।"