কোন্নগর, 10 মে: জনসভা থেকে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে, বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে আয়কর দফতরের হানা প্রসঙ্গেও মুখ খুললেন শুভেন্দু ৷ তাঁর স্পষ্ট দাবি, কৃষ্ণ কল্যাণীর বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা এবং সোনার গয়না বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছে আয়কর দফতরের আধিকারিকরা ৷ পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়েক নব জোয়ার এবং গ্রাম জনসংযোগ কর্মসূচির পিছনে ডিয়ার লটারির টাকা আছে বলেও অভিযোগ শুভেন্দুর ৷ যা নিয়েও সরাসরি তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন শুভেন্দু ৷
বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার এবং গ্রাম জনসংযোগ যাত্রার টাকা কে দিচ্ছে, তা নিয়েও কার্যত প্রশ্ন তুলেছেন শুভেন্দু ৷ তিনি বলেন, "অভিষেকের নব জোয়ার যাত্রার টাকা কে দিচ্ছে জানেন ?" এরপর অবশ্য এর উত্তরও দিয়েছেন শুভেন্দু ৷ তাঁর দাবি, ডিয়ার লটারি এই টাকা যোগাচ্ছে অভিষেককে। তাঁর আরও অভিযোগ, আয়কর দফতরকে ওই লটারি সংস্থা জানিয়েছে প্রতিমাসে তারা 25-30 হাজার টাকা এসবিআই-এর মাধ্যমে তৃণমূলের ইলেকট্ররালে দিচ্ছে। এদিন বিরোধী দলনেতা বলেন, "তথ্য এবং নথি আমি পেয়ে গিয়েছি। বাংলার কোটি কোটি মানুষকে বঞ্চিত করে এই যে ব্যবসা এটা আমরা বন্ধ করব।"